বাসন্তী ক্ষুধা
কোকিলরে তোর মধুর ডাকে,
চমকায় বুক থেকে থেকে!
ফুলের সুবাস নাকে আসে,
ব্যকুল হৃদয় স্বপ্নে ভাসে।
বসন্তের এই বিকেল বেলা,
ভেতর জুড়ে স্বপ্ন ভেলা।
স্মৃতি আঁকা ঝরা পাতায়,
লিখে রাখা মনের খাতায়।
হাজার কথা মনে পড়ে,
হারাই স্মৃতির ভেলায় চড়ে।
রক্তিম লাল সূর্য ডোবে,
রাত্রি কাটে বেদম ক্ষোভে।
মাতাল হাওয়ার মৃদু ছোঁয়া,
দেধ আত্মা বেপরোয়া।
শিহরণে শরীর কাঁপে,
সুখের পরশ পরিমাপে।
কোকিলরে তুই এমন দিনে,
ডাকিসনে আর স্বপ্ন বুনে।
উদাস ব্যকুল আমার হৃদয়,
মরিয়া হয় তৃষ্ণা ক্ষুধায়!
চমকায় বুক থেকে থেকে!
ফুলের সুবাস নাকে আসে,
ব্যকুল হৃদয় স্বপ্নে ভাসে।
বসন্তের এই বিকেল বেলা,
ভেতর জুড়ে স্বপ্ন ভেলা।
স্মৃতি আঁকা ঝরা পাতায়,
লিখে রাখা মনের খাতায়।
হাজার কথা মনে পড়ে,
হারাই স্মৃতির ভেলায় চড়ে।
রক্তিম লাল সূর্য ডোবে,
রাত্রি কাটে বেদম ক্ষোভে।
মাতাল হাওয়ার মৃদু ছোঁয়া,
দেধ আত্মা বেপরোয়া।
শিহরণে শরীর কাঁপে,
সুখের পরশ পরিমাপে।
কোকিলরে তুই এমন দিনে,
ডাকিসনে আর স্বপ্ন বুনে।
উদাস ব্যকুল আমার হৃদয়,
মরিয়া হয় তৃষ্ণা ক্ষুধায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌমেন সেন ১৮/০৩/২০১৯
-
সোহেল রানা আশিক ১৮/০৩/২০১৯সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৩/২০১৯ভালো।
call-7478201605