ব্যর্থ
চেষ্টা করেছি সামলে নিতে কিন্তু পারিনি,
ব্যর্থ হয়েছি তবু আমি হাল তো ছাড়িনি।
বুঝতে অনেক সময় লাগবে আছে বোঝার আশা,
যদিও আমায় করে রেখেছে সকলে কোনঠাসা।
পাড়ায় পাড়ায় সুখ বিলিয়ে শুন্য এখন হাত,
সূর্যের আশায় আছে বসে আমার আঁধার রাত।
পরান কাঁদে মাখতে গায়ে পূর্ণ চাঁদের আলো,
ছবির মত ভাসে সামনে অতীত স্মৃতি গুলো।
গ্রাস করেছে সুখ গুলোকে কোন বেদনার ঢেউ,
আশায় থেকে ঘরে বসে পায়নি কিছু কেউ।
দেশান্তরে ঘুরে ঘুরে খুঁজেছি তাই সুখ,
অজানা এক আঁধারে সে রাখল ঢেকে মুখ।
বেহাল দশায় পরিমিত অতি ক্ষুদ্র আশা,
সুদিন এলেই অসীম হয়ে যাচ্ছে ভূলে ভাষা।
মানুষ গুলো মানুষ নামের অন্য কোন প্রাণী,
সেই তো মানুষ পশুর মত টানছে দায়ের ঘানি।
সামাল দেয়া দায় হয়েছে সময় বড়ই কম,
দায় এড়াতে করছে সবাই অগাধ পরিশ্রম।
সবার আগে সবাই দ্যাখে কোথায় নিজের স্বার্থ,
চেষ্টা করেও সামাল দিতে হলাম আমি ব্যর্থ!
ব্যর্থ হয়েছি তবু আমি হাল তো ছাড়িনি।
বুঝতে অনেক সময় লাগবে আছে বোঝার আশা,
যদিও আমায় করে রেখেছে সকলে কোনঠাসা।
পাড়ায় পাড়ায় সুখ বিলিয়ে শুন্য এখন হাত,
সূর্যের আশায় আছে বসে আমার আঁধার রাত।
পরান কাঁদে মাখতে গায়ে পূর্ণ চাঁদের আলো,
ছবির মত ভাসে সামনে অতীত স্মৃতি গুলো।
গ্রাস করেছে সুখ গুলোকে কোন বেদনার ঢেউ,
আশায় থেকে ঘরে বসে পায়নি কিছু কেউ।
দেশান্তরে ঘুরে ঘুরে খুঁজেছি তাই সুখ,
অজানা এক আঁধারে সে রাখল ঢেকে মুখ।
বেহাল দশায় পরিমিত অতি ক্ষুদ্র আশা,
সুদিন এলেই অসীম হয়ে যাচ্ছে ভূলে ভাষা।
মানুষ গুলো মানুষ নামের অন্য কোন প্রাণী,
সেই তো মানুষ পশুর মত টানছে দায়ের ঘানি।
সামাল দেয়া দায় হয়েছে সময় বড়ই কম,
দায় এড়াতে করছে সবাই অগাধ পরিশ্রম।
সবার আগে সবাই দ্যাখে কোথায় নিজের স্বার্থ,
চেষ্টা করেও সামাল দিতে হলাম আমি ব্যর্থ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সামিন শুভ ০৭/০৬/২০১৮so beautiful
-
রবিউল হাসান ০৭/০৬/২০১৮আপনার কবিতা ব্যর্থ নয়।বেশ ভালো লাগলো।
-
তরুণ কান্তি ০৭/০৬/২০১৮দারুণ লেখা পড়লাম ব্যর্থ কবিতা। সঙ্গে থাকুন ও লিখে যান ।
-
আরিফ নীরদ ০৬/০৬/২০১৮অসাধারন