www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বার্ধক্য

থেকে সমস্ত, নির্ভরে ন্যাস্ত।
দেহ প্রাণ দুর্বল, দণ্ডই সম্বল।
সাময়িক শক্তি,নিকটেই মুক্তি।
ছোটাছুটি উল্লাস, আজ দীর্ঘশ্বাস।

তারুণ্য তন্ত্র, শিখিয়েছে মন্ত্র।
সংজ্ঞায় পূর্ণ, প্রাণ বিস্তীর্ণ।
অযাচিত প্রাপ্তি, সুদীর্ঘ ব্যাপ্তি।
প্রীতির অনুষঙ্গ, আকাঙ্ক্ষা ভঙ্গ।

ভালবেসে বিদ্বেষ, প্রত্যেকে নিঃশেষ।
আছে দৃষ্টান্ত, কিছু নয় অনন্ত।
বানোয়াট শত্রুতা, জীবনের ভিন্নতা।
লোক মুখে দুর্নাম, অশান্ত সংগ্রাম।

সাময়িক পরাক্রম, সামান্য বিভ্রম।
ক্ষমতা নিয়ন্ত্রন, সুনামের বর্ধন।
সামর্থ্য শক্তি, বহুরূপী যুক্তি।
সমুদয় অনন্য, জীবন সামান্য।

দণ্ডেই নির্ভর, সময়ের আস্তর।
মার্জিত শুভক্ষণ, শুভ্র ক্রন্দন।
নিঃশেষ দম্ভ, স্পষ্ট বিম্ভ।
যথার্থ বাক্য, নিদারুণ বার্ধক্য।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • PRAMILA DEVI ০৮/০৮/২০১৮
    অভিনন্দন লেখক
  • সুক্ষ্ম কিছু চিন্তাধারার সম্মেলন।
  • আশা মনি ০৮/০৮/২০১৮
    nice poem
  • কবি বন্ধু প্রিয় আপনাকে একটা বিষয় অবগত না করলেই নয়। তাহল আপনার কবিতার ভাষা শব্দ চয়ন এবং ছন্দ বেশ শক্তিশালী ।কিন্তু আমি আশাহত হই যে,অনেক লেখায় অর্থ বিন্যাস এবং মূল প্রসঙ্গ হারিয়ে ফেলেন।আমার বিশ্বাস আপনি এ ব্যাপারে একটু সচেতন হলে আপনি হতে পারেন যুগের একজন শ্রেষ্ঠ কবি। আশা করি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে ভুল না বুঝে বন্ধু ভাবতে পারেন এবং প্রতিটি লেখা প্রকাশের আগে অনন্ত বেশ কয়েকবার দেখে নিতে পারেন ।আমার লেখায় যে কোন ভুল হয়না তা আমি হলফ করে বলতে পারিনা।অথচ আমার লেখায় আপনি শুধু বাহাবাই দেন ।বন্ধু ভাবলে ভুলগুলো ধরিয়ে দিতেন।ধন্যবাদ রইল।
 
Quantcast