বাংলার বীর
অভিনন্দন জানাই তোমায় সাহস দেখিয়েছ বলে,
তোমার মত বীর জন্মাক সকল মায়ের কোলে।
অপরাধ দমন সত্য গ্রহণ হোক সকলের নীতি,
সাহস আসুক সবার প্রাণে দূরীভূত হোক ভীতি।
এভাবেই যেন প্রতিবাদী হয়ে বাঁচতে পারে সবাই,
পার পেতে না পারে কেহ দিয়ে ভাগ্যের দোহাই।
ভয় দূর হোক সকলের প্রাণে জাগুক প্রতিবাদ,
নৃশংসতা জীবনের তরে হয়ে যাক বরবাদ।
স্বাগতম আমি জানাই তোমায় দেখিয়েছ যে ধৈর্য,
শান্তি দিল অন্তরাত্মায় তোমার ঐ ঐশ্বর্য।
অনাগত প্রজন্ম শুধু তোমার সঙ্গ পেলে,
প্রতিহিংসা হয়তো তারা চিরতরে যাবে ভূলে।
অগ্রগামী তোমার মেধা এই দেশেরই ধন,
তোমার কণ্ঠে শুনি ন্যায়ের বাণী চিরন্তন।
তোমায় দেখে অতীত দিনের দুঃখ ব্যথা ভূলি,
তোমার সাহস নিয়ে বুকে নিশ্চিন্তে পথ চলি।
বাংলার বীর তোমায় জানাই হাজারো ধন্যবাদ,
প্রাণপণে তুমি করছ রক্ষা এ দেশের সম্পদ।
তুমি আছো বলে নিচ্ছি নিঃশ্বাস প্রশান্তির,
তুমি বাংলার দামাল ছেলে তুমিই শ্রেষ্ঠ বীর।
তোমার মত বীর জন্মাক সকল মায়ের কোলে।
অপরাধ দমন সত্য গ্রহণ হোক সকলের নীতি,
সাহস আসুক সবার প্রাণে দূরীভূত হোক ভীতি।
এভাবেই যেন প্রতিবাদী হয়ে বাঁচতে পারে সবাই,
পার পেতে না পারে কেহ দিয়ে ভাগ্যের দোহাই।
ভয় দূর হোক সকলের প্রাণে জাগুক প্রতিবাদ,
নৃশংসতা জীবনের তরে হয়ে যাক বরবাদ।
স্বাগতম আমি জানাই তোমায় দেখিয়েছ যে ধৈর্য,
শান্তি দিল অন্তরাত্মায় তোমার ঐ ঐশ্বর্য।
অনাগত প্রজন্ম শুধু তোমার সঙ্গ পেলে,
প্রতিহিংসা হয়তো তারা চিরতরে যাবে ভূলে।
অগ্রগামী তোমার মেধা এই দেশেরই ধন,
তোমার কণ্ঠে শুনি ন্যায়ের বাণী চিরন্তন।
তোমায় দেখে অতীত দিনের দুঃখ ব্যথা ভূলি,
তোমার সাহস নিয়ে বুকে নিশ্চিন্তে পথ চলি।
বাংলার বীর তোমায় জানাই হাজারো ধন্যবাদ,
প্রাণপণে তুমি করছ রক্ষা এ দেশের সম্পদ।
তুমি আছো বলে নিচ্ছি নিঃশ্বাস প্রশান্তির,
তুমি বাংলার দামাল ছেলে তুমিই শ্রেষ্ঠ বীর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২৫/০৫/২০১৮বাহ!চমৎকার সুন্দর প্রকাশ।
-
দীপঙ্কর বেরা ২৪/০৫/২০১৮ভাল লেখা
-
সাইদ খোকন নাজিরী ২৪/০৫/২০১৮আপনার লেখায় কবি কবি ভাব ফুটে ওঠেছে।খুব ভাল লিখছেন।একটি বিষয় পরিষ্কার করলে বোধহয় লেখাটি আরো ফুটত।অবশ্য ভুল বলছিনা,মানে আমার ধারনা থেকে বলছি-তাহল বাংলার বীর বলতে কোন দামাল ছেলেকে বুঝালেন তা স্পষ্ঠ করা হয়নি।ধন্যবাদ! ভুল বুঝবেন না।
-
শাফিউল কায়েস ২৪/০৫/২০১৮সুন্দর।। লেখনি