বাঁধন
যে বাঁধন ছিঁড়ে যাবার ভয় থাকে
জড়িও না সে বাঁধনে ভুলেও।
নিঃশেষ করে দিও না নিজেকে নিজে
একটু এগিয়ে দেখ মিলেছে শান্তির মেলা।
ধৈর্যের কাছে মাথা নত করনা।
সুবিশাল এই জমকালো পৃথিবীতে-
একাকীত্ব যতই হানা দিক,
প্রাণপণে ধৈর্যকে কর তুমি জয়।
আবরণে প্রলুব্ধ না হয়ে-
মনোযোগ সহকারে দৃষ্টি রাখো
কি আছে লুকায়িত প্রকৃতপক্ষে,
চাকচিক্যময় খোলসের আবরণে।
সাময়িক শান্তির প্রলোভন
আবেগের অনুরাগী মোহ,
চিরতরে ধ্বংস করে দিতে পারে
ছোট্ট সুন্দর শান্তিময় জীবন টাকে।
এইতো আর একটু এগুলে
শান্তির সে মেলার ভিড়ে,
দেখা পেয়ে যাবে তার
সে ছিল অপেক্ষায় অধীর আগ্রহে।
বিধাতা প্রদত্ত সে বাঁধন
আজিবনের অনন্তকালের,
তুমি চাও বা না চাও
ছিড়বেনা সে বাঁধন কোনদিন কোনকালে।
জড়িও না সে বাঁধনে ভুলেও।
নিঃশেষ করে দিও না নিজেকে নিজে
একটু এগিয়ে দেখ মিলেছে শান্তির মেলা।
ধৈর্যের কাছে মাথা নত করনা।
সুবিশাল এই জমকালো পৃথিবীতে-
একাকীত্ব যতই হানা দিক,
প্রাণপণে ধৈর্যকে কর তুমি জয়।
আবরণে প্রলুব্ধ না হয়ে-
মনোযোগ সহকারে দৃষ্টি রাখো
কি আছে লুকায়িত প্রকৃতপক্ষে,
চাকচিক্যময় খোলসের আবরণে।
সাময়িক শান্তির প্রলোভন
আবেগের অনুরাগী মোহ,
চিরতরে ধ্বংস করে দিতে পারে
ছোট্ট সুন্দর শান্তিময় জীবন টাকে।
এইতো আর একটু এগুলে
শান্তির সে মেলার ভিড়ে,
দেখা পেয়ে যাবে তার
সে ছিল অপেক্ষায় অধীর আগ্রহে।
বিধাতা প্রদত্ত সে বাঁধন
আজিবনের অনন্তকালের,
তুমি চাও বা না চাও
ছিড়বেনা সে বাঁধন কোনদিন কোনকালে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৫/২০১৮ভালো।
-
সাইদ খোকন নাজিরী ০৮/০৫/২০১৮কবিতার ভাল মন্দ দিক বিচার করার যোগ্যতা আমার নেই সে কথা এক বাক্যে স্বীকার করতে আমার বাধঁবেনা নিশ্চয়ই। তবে এটুকুন বলতে পারি কবিতা আমার ভাল লাগে, খুব লাগে।