www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাবার চোখে জল

আচ্ছা বাবা পৃথিবীতে
থাকতে এত মেয়ে,
কেন বিয়ে করলে তুমি
মা-মণিকে যেয়ে?

মা-মনি যে সারাটাদিন
তোমায় ভীষণ বকে,
কোথায় যাচ্ছো কখন ফিরছো
রাখেন চোখে চোখে।

কেনা কাটা বাজার সদাই
হলেই একটু ভুল,
ভীষণ ক্ষেপে টেনে ছেড়েন
তোমার মাথার চুল।

ঈদের দিনেও মা-মণিকে
থামিয়ে রাখা দায়,
আমার ক্লাসের সিমির আম্মু
এমন কিন্তু নয়।

কেন তুমি মা-মণিকে
এতটা ভয় পাও?
চুপ কেন ও বাবা আমার
কথার জবাব দাও?

প্রতি রাতে বারান্দাতে
দাঁড়িয়ে কাঁদো তুমি,
চুপি চুপি লুকিয়ে সব
দেখি কিন্তু আমি!

এ কি বাবা কাঁদছ তোমার
চোখের কোনে জল?
বাবা হেসে বলেন মা রে!
তুই বড় চঞ্চল!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast