আয়ু
সবটা আয়ু উড়িয়ে দিলাম
ধোয়ার সাথে,
নতুন ভাবে করব শুরু
কাল প্রভাতে।
লাল পানিতে দিতে চাই আর
একটা চুমুক,
ভাবনা গুলো ধোয়ার সাথে
উড়তে থাকুক।
নিকোটিনের পোড়া দাগে
কলজে পুরু,
সেটাই ধুতে এলকোহলের
নেশা শুরু।
তাতেই শুরু পচন ধরা
ভেতর জুড়ে,
ওষুধ দিয়ে যায় কি রাখা
জীবন মুড়ে?
জীবনটাকেই উড়িয়ে দিলাম
ধোয়ার সাথে,
লাল পানির ওই নেশা আগুন
দিল তাতে!
ধোয়ার সাথে,
নতুন ভাবে করব শুরু
কাল প্রভাতে।
লাল পানিতে দিতে চাই আর
একটা চুমুক,
ভাবনা গুলো ধোয়ার সাথে
উড়তে থাকুক।
নিকোটিনের পোড়া দাগে
কলজে পুরু,
সেটাই ধুতে এলকোহলের
নেশা শুরু।
তাতেই শুরু পচন ধরা
ভেতর জুড়ে,
ওষুধ দিয়ে যায় কি রাখা
জীবন মুড়ে?
জীবনটাকেই উড়িয়ে দিলাম
ধোয়ার সাথে,
লাল পানির ওই নেশা আগুন
দিল তাতে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শাহারুখ হোসেন ১৩/১১/২০১৮ভালো
-
আশা মনি ০৮/১১/২০১৮nice poem
-
সাইয়িদ রফিকুল হক ০৭/১১/২০১৮বেশ তো!
-
মিটন বনিক বাবু ০৭/১১/২০১৮ভাল লাগলো পড়ে
-
Rabia Onti ০৭/১১/২০১৮বেশ ভাল
-
শচীন কর্মকার ০৭/১১/২০১৮দারুণ লাগল প্রিয় কবি বন্ধু