আয় ফিরে আয়
যাসনে চলে আয় ফিরে আয়
আমার ভাঙা ঘরে,
মন ছাড়া আর নেইতো কিছু
বল কি দেবো তোরে?
সোনা দানা গয়না গাঁটি
কিছুই আমার নেই,
বাগান জুড়ে অসংখ্য ফুল
বল কি তোরে দেই?
আকাশ ছোঁয়া পাহাড় বেয়ে
যখন নামে ঢল,
স্মৃতির দ্বারে কড়া নাড়ে
দুঃখের কোলাহল!
একলা চলার পথে তোরে
সাথী করে পেলে,
দিব্যি জীবন অনায়াসে
ভরবে ফুলে ফলে।
একলা ফেলে এমন দিনে
যাসনে ফিরে আয়,
হাসনাহেনা টগর গোলাপ
বুলিয়ে দেবো গায়।
আমার ভাঙা ঘরে,
মন ছাড়া আর নেইতো কিছু
বল কি দেবো তোরে?
সোনা দানা গয়না গাঁটি
কিছুই আমার নেই,
বাগান জুড়ে অসংখ্য ফুল
বল কি তোরে দেই?
আকাশ ছোঁয়া পাহাড় বেয়ে
যখন নামে ঢল,
স্মৃতির দ্বারে কড়া নাড়ে
দুঃখের কোলাহল!
একলা চলার পথে তোরে
সাথী করে পেলে,
দিব্যি জীবন অনায়াসে
ভরবে ফুলে ফলে।
একলা ফেলে এমন দিনে
যাসনে ফিরে আয়,
হাসনাহেনা টগর গোলাপ
বুলিয়ে দেবো গায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শেখ ফারুক হোসেন ২০/০৩/২০১৯বেশ ভালো হয়েছে
-
পি পি আলী আকবর ২০/০৩/২০১৯ভালোই
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৩/২০১৯ভালো।