আত্মঘাতী দুর্গ
অরাজাকতার বন্দীশালা,
বিদ্রোহে দেশ জাতি উতলা।
অকাল মৃত্যুর অনুসর্গ,
বিশৃঙ্খলার প্রীতি অর্ঘ।
উদ্যমী প্রাণের সঞ্জীবনী,
অবিশ্বাসের ঘৃণ্য গ্লানি।
সুকৌশলী বুদ্ধিমত্তা,
নৃশংসতায় পূর্ণ আত্মা।
সত্য ন্যায়ের প্রতিষ্ঠাতা,
সৃষ্টি করল এ বৈরিতা।
ন্যায্য দাবীর বিরুদ্ধাচরন,
জঘন্যতার নির্মম বারণ।
পরিস্থিতি নিয়ন্ত্রনে,
নীতি নিষ্ঠা গহীন বনে।
স্বার্থোদ্ধারে সমবেদনা,
ধৈর্য হারা সে যন্ত্রণা।
অন্তরাত্মার পরিতৃপ্তি,
মানবতার এ বিলুপ্তি।
মহাশান্তির সুখের স্বর্গ,
রক্তিম আত্ম ঘাতী দুর্গ।
বিদ্রোহে দেশ জাতি উতলা।
অকাল মৃত্যুর অনুসর্গ,
বিশৃঙ্খলার প্রীতি অর্ঘ।
উদ্যমী প্রাণের সঞ্জীবনী,
অবিশ্বাসের ঘৃণ্য গ্লানি।
সুকৌশলী বুদ্ধিমত্তা,
নৃশংসতায় পূর্ণ আত্মা।
সত্য ন্যায়ের প্রতিষ্ঠাতা,
সৃষ্টি করল এ বৈরিতা।
ন্যায্য দাবীর বিরুদ্ধাচরন,
জঘন্যতার নির্মম বারণ।
পরিস্থিতি নিয়ন্ত্রনে,
নীতি নিষ্ঠা গহীন বনে।
স্বার্থোদ্ধারে সমবেদনা,
ধৈর্য হারা সে যন্ত্রণা।
অন্তরাত্মার পরিতৃপ্তি,
মানবতার এ বিলুপ্তি।
মহাশান্তির সুখের স্বর্গ,
রক্তিম আত্ম ঘাতী দুর্গ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৮/২০১৮দারুন
-
আব্দুল হক ০৪/০৮/২০১৮আপনার সুন্দর লিখার জন্য অভিনন্দন।
-
মধু মঙ্গল সিনহা ০৪/০৮/২০১৮খুব ভালো লিখেছেন কবি । শুভ কামনা ...
-
স্বপ্নময় স্বপন ০৩/০৮/২০১৮চমৎকার