আত্মঘাতী
বিরক্তিভরা চাহনিতে
দূর আকাশের তারা হতে,
আছড়ে পড়ে আলোর ঝলক
মনে জাগে দারুন পুলক।
হাওয়ার মাতাল ছুটে চলা
ইচ্ছে করে মিথ্যে বলা,
দিন রাত্রির ছলাকলা
বাড়িয়ে দেয় মনের জ্বালা।
পাথর মনের গহীন হতে
চেয়েছিল রাত পোহাতে,
ছুয়ে দিয়ে নিজের হাতে
একলা চলি নিজের সাথে।
শোধ করতে মনের দেনা
পর হয়েছে চিরচেনা,
শুরু ব্যাথার আনাগোনা
সুখ দুঃখের বেচা কেনা।
বাসি ফুলের সুবাস নিতে
কষ্ট ভূলে শান্তি পেতে,
নয়গো কোন অপঘাতে
নিজেই শেষ আজ নিজের হাতে।
দূর আকাশের তারা হতে,
আছড়ে পড়ে আলোর ঝলক
মনে জাগে দারুন পুলক।
হাওয়ার মাতাল ছুটে চলা
ইচ্ছে করে মিথ্যে বলা,
দিন রাত্রির ছলাকলা
বাড়িয়ে দেয় মনের জ্বালা।
পাথর মনের গহীন হতে
চেয়েছিল রাত পোহাতে,
ছুয়ে দিয়ে নিজের হাতে
একলা চলি নিজের সাথে।
শোধ করতে মনের দেনা
পর হয়েছে চিরচেনা,
শুরু ব্যাথার আনাগোনা
সুখ দুঃখের বেচা কেনা।
বাসি ফুলের সুবাস নিতে
কষ্ট ভূলে শান্তি পেতে,
নয়গো কোন অপঘাতে
নিজেই শেষ আজ নিজের হাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সয়েল সেলিম হাসান ০২/০৭/২০১৮খুব সুন্দর
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০২/০৭/২০১৮উপলব্ধি বেশ ।
-
আব্দুল হক ০২/০৭/২০১৮সুন্দর লিখা, মোবারকবাদ!