আস্থা
প্রয়োজনের চেয়ে অনেক বেশি
দেহের ভেতর মাংসপেশি
হয়েছে উত্তেজিত,
ধংস যজ্ঞের মাতাল নেশায়
স্বভাবে কি জাতের পেশায়
আচরণ মার্জিত।
বিবর্ণ ক্ষণ কালের স্মরণ
প্রতিকূলতার নগ্ন বরন
হচ্ছে স্বাধীন চেতা,
জঘন্যতার হোক অবসান
পশু বৃত্তির চাই বলিদান
ভাগ্য নীরব শ্রোতা।
অস্তমিত সূর্য যখন
আতঙ্কে আর রয়না ভুবন
আস্থাই দেয় বল,
নিজ গুনে আসে ফিরে
জগতকে দেয় আলোয় ভরে
আকাঙ্ক্ষা নির্মল।
দেহের ভেতর মাংসপেশি
হয়েছে উত্তেজিত,
ধংস যজ্ঞের মাতাল নেশায়
স্বভাবে কি জাতের পেশায়
আচরণ মার্জিত।
বিবর্ণ ক্ষণ কালের স্মরণ
প্রতিকূলতার নগ্ন বরন
হচ্ছে স্বাধীন চেতা,
জঘন্যতার হোক অবসান
পশু বৃত্তির চাই বলিদান
ভাগ্য নীরব শ্রোতা।
অস্তমিত সূর্য যখন
আতঙ্কে আর রয়না ভুবন
আস্থাই দেয় বল,
নিজ গুনে আসে ফিরে
জগতকে দেয় আলোয় ভরে
আকাঙ্ক্ষা নির্মল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০৫/২০১৮ধন্যবাদ জানাই।
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৫/২০১৮বেশ তো!