আশ্রয়
বিধ্বস্ত যাযাবর হৃদয় আশ্রয় খুঁজে ফেরে,
অকৃতজ্ঞ অন্তরের সুবিশাল সমুদ্রতীরে।
অন্তরে জমে থাকা জঞ্জাল,
বেদনার নুড়ি ছড়িয়েছে সেখানে।
হঠাৎ আতকে ওঠা ভেতরের যন্ত্রনাগুলো,
বৃষ্টির ধারা হয়ে নেমে আসে কামনার মোহনায়।
চেতনার নীল আকাশে ভেসে যাওয়া মেঘেরা,
ঝরনার লতা হয়ে বেয়ে ওঠে পাহাড়ে।
বিকেলের রোদ মেখে উড়ে চলা পাখিরা,
ঘরে ফেরে গোলুধির রঙ মেখে হৃদয়ে।
আর এই মন জুড়ে শুধু থাকে হাহাকার,
স্মৃতিগুলি মিশে যায় উর্বশী তোমাতে।
স্বপ্নের সেই তীরে নিত্য বাঁধা ঘর,
অভিমানি ঝড় এসে ভেঙ্গে দেয় অভিসারে।
বর্ণীল জগতের স্বপ্নিল তোমাতে,
আশ্রয় খুঁজে ফিরি অন্তর গহীনে।
অকৃতজ্ঞ অন্তরের সুবিশাল সমুদ্রতীরে।
অন্তরে জমে থাকা জঞ্জাল,
বেদনার নুড়ি ছড়িয়েছে সেখানে।
হঠাৎ আতকে ওঠা ভেতরের যন্ত্রনাগুলো,
বৃষ্টির ধারা হয়ে নেমে আসে কামনার মোহনায়।
চেতনার নীল আকাশে ভেসে যাওয়া মেঘেরা,
ঝরনার লতা হয়ে বেয়ে ওঠে পাহাড়ে।
বিকেলের রোদ মেখে উড়ে চলা পাখিরা,
ঘরে ফেরে গোলুধির রঙ মেখে হৃদয়ে।
আর এই মন জুড়ে শুধু থাকে হাহাকার,
স্মৃতিগুলি মিশে যায় উর্বশী তোমাতে।
স্বপ্নের সেই তীরে নিত্য বাঁধা ঘর,
অভিমানি ঝড় এসে ভেঙ্গে দেয় অভিসারে।
বর্ণীল জগতের স্বপ্নিল তোমাতে,
আশ্রয় খুঁজে ফিরি অন্তর গহীনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর মুহাম্মাদ আলী ২৯/০৩/২০১৮ভালো কবিতা
-
শ.ম. শহীদ ২৮/০৩/২০১৮সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৩/২০১৮ভালো।