www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আশার আলো

সত্য বলার সাহস যদি এমনি হারায় সবাই,
পার পাইতে চাইবে সবাই দিয়ে ভাগ্যের দোহাই।
আশার আলো নিভলে আধার আসবে সবার ঘরে,
মন্দ ভালো নির্ভর করে আপন কর্মের পরে।

কার কথা কে শোনে আবার দুর্নাম রটে পাড়ায়,
সুনাম থাকে সঠিক কর্মে নিজের দুয়ার গোঁড়ায়।
আকাশ যেমন রুপ বদলায় ভাগ্যটাও তেমন,
আপন রবকে স্মরণ করে আপদ আসে যখন।

সত্যের সাথে বিনয় নিয়ে করলে যদি ভাব,
খুশী তোমার ঘরে করবে আজীবন উৎসব।
দোহাই দিয়ে পার পাওয়া যায় করে অনাচার,
হয়তো ভাগ্য হারিয়ে ফেলে সুখের অধিকার।

আশার আলো জ্বলছে আজো ভাগ্যে জায়গা পেতে,
হয়তো কেহ বসত করছে অনিয়মের সাথে।
আধার রাত্রি মধুর করে পূর্ণিমার ঐ চাঁদ,
সূর্যের সাথে আলো নিয়ে নেই কোন বিবাদ।

ফলশ্রুতিতে দিন এসে যায় মানবতার দ্বারে,
চাঁদের আলো ফুটিয়ে ফুল পৌঁছে দিল তারে।
আশায় আশায় সত্য যদি ফুটিয়ে তোলে ফুল,
তবে সবাই পাবে শান্তি ভাঙবে সবার ভূল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রথম প্যারার ‍তৃতীয় লাইন এবং চতুর্থ প্যারার তৃতীয় লাইনের ’আধার-আধাঁর’ পার্থক্য কেন ভাই।এমনিতে ভাল হয়েছে।
  • আশার আলো জ্বেলে উঠুক সকল প্রাণে।
 
Quantcast