আর্তনাদ
একটা পরিচ্ছন্ন হৃদয় ছিল আমার,
জানিনা কিভাবে পরিনত হল আবর্জনার স্তুপে।
বসন্তের মৃদু হাওয়া থেকে সৃষ্টি হল,
ভয়াবহ প্রলয়ঙ্করী ঝড়ের।
শীতের সকালের মিষ্টি রোদের স্বাদ,
নিভিয়ে দিল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে।
হৃদয়ের বাগানে ফুঁটে থাকা হাজার গোলাপ,
ঝরে গেল নিমিষে বৃষ্টির মত।
পুন্যের পুজারী নিস্পাপ আমাকে,
আলীঙ্গন করল অকল্পনীয় পাপ।
মানুষের পাশে থাকা সাধারণ আমিটা,
হয়ে গেল মানুষের দুঃখের কারণ।
অকারনে হেসে ওঠা সরল এ অন্তর,
হয়ে গেছে মানুষের কান্নার হাতিয়ার।
প্রাণপণ চেষ্টায় ব্যর্থ এ আমি,
কখনই পারবো না স্বাভাবিক হতে আর।
পাপের প্রয়োজনে নিষ্পাপ আমাকে,
স্বার্থের যুদ্ধে মাতিওনা তুমি আর।
ভ্রান্তির অবসান যেইদিন ঘটবে,
থেমে যাবে হাজারো যুবকের বলিদান।
জানিনা কিভাবে পরিনত হল আবর্জনার স্তুপে।
বসন্তের মৃদু হাওয়া থেকে সৃষ্টি হল,
ভয়াবহ প্রলয়ঙ্করী ঝড়ের।
শীতের সকালের মিষ্টি রোদের স্বাদ,
নিভিয়ে দিল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে।
হৃদয়ের বাগানে ফুঁটে থাকা হাজার গোলাপ,
ঝরে গেল নিমিষে বৃষ্টির মত।
পুন্যের পুজারী নিস্পাপ আমাকে,
আলীঙ্গন করল অকল্পনীয় পাপ।
মানুষের পাশে থাকা সাধারণ আমিটা,
হয়ে গেল মানুষের দুঃখের কারণ।
অকারনে হেসে ওঠা সরল এ অন্তর,
হয়ে গেছে মানুষের কান্নার হাতিয়ার।
প্রাণপণ চেষ্টায় ব্যর্থ এ আমি,
কখনই পারবো না স্বাভাবিক হতে আর।
পাপের প্রয়োজনে নিষ্পাপ আমাকে,
স্বার্থের যুদ্ধে মাতিওনা তুমি আর।
ভ্রান্তির অবসান যেইদিন ঘটবে,
থেমে যাবে হাজারো যুবকের বলিদান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ২৫/০৩/২০১৮ভালো লাগা রেখে গেলাম।
-
সাঁঝের তারা ২৫/০৩/২০১৮ভাল