www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আরো চাই আরো চাই

ব্যাংকে কাড়ি কাড়ি টাকা,
তবু আমার পকেট ফাঁকা।
ঘর ভরেছি সোনা দানায়-
মেলেনা তিল ঠাই,
আমার আরো চাই আরো চাই!

চড়ি সবচে দামী গাড়ী,
মেঘের ও উপরে বাড়ি।
অসংখ্য দাস দাসী আছে-
তবু কিছুই নাই,
আমার আরো চাই আরো চাই!

খেতে খেতে সব খেয়েছি,
যা দেখেছি যা শুনেছি।
তবু আমার পেটটা খালি-
চরম খিদে ভাই,
আমার আরো চাই আরো চাই!

বন্দী করে সূর্যের আলো,
তাতে তাড়াই আঁধার কালো।
কিনারাহীন সমুদ্রতেও-
খুঁজে নিলাম ঠাই,
আমার আরো চাই আরো চাই!

জগত চালাই ঘরে বসে,
ভিন্ন গ্রহের বসবাসে।
পাতাল ফুড়ে তুলে নিলাম-
প্রয়োজন যা তাই,
আমার আরো চাই আরো চাই!

বেঁধে রাখতে বয়সটাকে,
ছুটে চলি কল্পলোকে।
অচল অসাড় দেহতে প্রাণ-
দিতে পারি নাই,
আমার আরো চাই আরো চাই!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৩/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast