আড়ালের ভালবাসা
চেয়েছি ভুল আড়ালে রাখতে,
সুখের চাঁদরে বেদনা ঢাকতে।
হাজার চেষ্টা হয়েছে ব্যর্থ,
জীবন বদলে দিয়েছে স্বার্থ।
ছেড়েছি যে দিন মায়ের আঁচল,
সেদিন থেকেই অশ্রু সজল।
স্বপ্ন দেখেছি তোমায় পেয়ে,
থেকেছি পথের পানে চেয়ে।
হৃদয়ে মোড়ানো হাজার ব্যথা,
বলেছে শুধুই তোমার কথা।
মনের ভেতরে সংগোপনে,
লুকানো কষ্ট হৃদয়ই জানে।
প্রতিশ্রুতির মায়াবী মোহে,
ফেলেছে প্রভাব অন্তরে দেহে।
আড়াল করে রেখেছি বলে,
অন্য প্রান্তে হাত বাড়ালে!
ধৈর্য যদি হয় এত ক্ষীণ,
কষ্টে ঢাকা রয়ে যাবে দিন।
মনের ভেতর সুপ্ত আশা,
আড়াল হতে ভালবাসা।
সুখের চাঁদরে বেদনা ঢাকতে।
হাজার চেষ্টা হয়েছে ব্যর্থ,
জীবন বদলে দিয়েছে স্বার্থ।
ছেড়েছি যে দিন মায়ের আঁচল,
সেদিন থেকেই অশ্রু সজল।
স্বপ্ন দেখেছি তোমায় পেয়ে,
থেকেছি পথের পানে চেয়ে।
হৃদয়ে মোড়ানো হাজার ব্যথা,
বলেছে শুধুই তোমার কথা।
মনের ভেতরে সংগোপনে,
লুকানো কষ্ট হৃদয়ই জানে।
প্রতিশ্রুতির মায়াবী মোহে,
ফেলেছে প্রভাব অন্তরে দেহে।
আড়াল করে রেখেছি বলে,
অন্য প্রান্তে হাত বাড়ালে!
ধৈর্য যদি হয় এত ক্ষীণ,
কষ্টে ঢাকা রয়ে যাবে দিন।
মনের ভেতর সুপ্ত আশা,
আড়াল হতে ভালবাসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৬/২০১৮ভালো।
-
তরুণ কান্তি ০৪/০৬/২০১৮খুব সুন্দর একটা ভালোবাসার কথা জানলাম।
-
পি পি আলী আকবর ০৪/০৬/২০১৮সুন্দর হয়েছে