আপনের পর
আপনকে পর করে পরকে আপন,
ঘর ছেড়ে চলে যায় যখন তখন।
অভিমানে চোখ দুটো করে ছলছল,
মন ভোলানোর আছে নানা কৌশল।
যার দিকে পড়ে তাঁর মায়া দৃষ্টি,
তাঁর মনে শুরু হয় ঝড় সৃষ্টি।
প্রেমের ফাঁদে ফেঁসে পড়ে তাঁর পায়,
নিঃস্ব হয়ে শেষে করে হায় হায়।
মিথ্যাকে পলকেই সত্য বানায়,
নিখুঁত এই অভিনয় বোঝা বেশ দায়।
ভুল করে যদি কেউ পড়ে তাঁর ফাঁদে,
সব কিছু হারিয়ে আজীবন কাঁদে।
কি যে জাদু জানে সে কি মধুর মায়া,
রাজ রানী বিমোহিত দেখে তাঁর ছায়া।
তাঁর কাছে কোন কিছু না পারার নয়,
মায়া জাদু দিয়ে সব করে ফেলে জয়।
পরকে আপন করা নয় অন্যায়,
তাঁর আগে আপনের আপন হতে হয়।
আপনকে অবহেলে করে পর পর,
পরে পরে করে করে খালী নিজ ঘর।
ঘর ছেড়ে চলে যায় যখন তখন।
অভিমানে চোখ দুটো করে ছলছল,
মন ভোলানোর আছে নানা কৌশল।
যার দিকে পড়ে তাঁর মায়া দৃষ্টি,
তাঁর মনে শুরু হয় ঝড় সৃষ্টি।
প্রেমের ফাঁদে ফেঁসে পড়ে তাঁর পায়,
নিঃস্ব হয়ে শেষে করে হায় হায়।
মিথ্যাকে পলকেই সত্য বানায়,
নিখুঁত এই অভিনয় বোঝা বেশ দায়।
ভুল করে যদি কেউ পড়ে তাঁর ফাঁদে,
সব কিছু হারিয়ে আজীবন কাঁদে।
কি যে জাদু জানে সে কি মধুর মায়া,
রাজ রানী বিমোহিত দেখে তাঁর ছায়া।
তাঁর কাছে কোন কিছু না পারার নয়,
মায়া জাদু দিয়ে সব করে ফেলে জয়।
পরকে আপন করা নয় অন্যায়,
তাঁর আগে আপনের আপন হতে হয়।
আপনকে অবহেলে করে পর পর,
পরে পরে করে করে খালী নিজ ঘর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শামিম ইশতিয়াক ২৭/১২/২০১৮সুন্দর
-
আশা মনি ২৬/১২/২০১৮nice poem!
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১২/২০১৮ভালো।