আপন ঘর
বিশ্ব জুড়ে ছুটে চলি
শুধুই প্রশান্তির আশায়,
সর্বত্র ঘিরে রেখেছে
অসহনীয় ব্যথায়!
যন্ত্রণার কালো আকাশ
মাথার উপর নাকি?
সুখ সোহাগের মেঘের ভেলা
কেমনে সেথায় মেকি?
যদ্দুরে যাই মেলে না ঠাই
আসি ফিরে বার বার,
কেমনে জুড়ি হৃদয় বীণার
ছিন্ন হওয়া তার?
শান্তনাতে যন্ত্রনাকে
ঢাকতে হৃদয় চায়,
সহ্য করার ক্ষমতাহীন
বহিঃপ্রকাশ ঘটায়।
বিভোর হয়ে মুক্তি পেতে
আবার ছুটি তাই,
অজানা এই নেশায় মেতে
হৃদয় পুড়ে ছাই।
তবু অভিনয় করে যেতে হয়
আকাঙ্ক্ষার প্রশ্রয়ে,
অস্বাভাবিক চিন্তা চেতনা
স্বপ্নেই যায় রয়ে।
যেন মমতার অভাবে জীবন
কারাগার মনে হয়,
নিরাশার সব গ্লানি ধুয়ে মুছে
হয়ে ওঠে দুর্জয়।
তাই শুধু ছুটি শুধু ছোটাছুটি
রিক্ত ভূবন ভরে,
ক্লান্ত ঘুমে স্বপ্নে ভাসে
সুখ তোর আপন ঘরে।
শুধুই প্রশান্তির আশায়,
সর্বত্র ঘিরে রেখেছে
অসহনীয় ব্যথায়!
যন্ত্রণার কালো আকাশ
মাথার উপর নাকি?
সুখ সোহাগের মেঘের ভেলা
কেমনে সেথায় মেকি?
যদ্দুরে যাই মেলে না ঠাই
আসি ফিরে বার বার,
কেমনে জুড়ি হৃদয় বীণার
ছিন্ন হওয়া তার?
শান্তনাতে যন্ত্রনাকে
ঢাকতে হৃদয় চায়,
সহ্য করার ক্ষমতাহীন
বহিঃপ্রকাশ ঘটায়।
বিভোর হয়ে মুক্তি পেতে
আবার ছুটি তাই,
অজানা এই নেশায় মেতে
হৃদয় পুড়ে ছাই।
তবু অভিনয় করে যেতে হয়
আকাঙ্ক্ষার প্রশ্রয়ে,
অস্বাভাবিক চিন্তা চেতনা
স্বপ্নেই যায় রয়ে।
যেন মমতার অভাবে জীবন
কারাগার মনে হয়,
নিরাশার সব গ্লানি ধুয়ে মুছে
হয়ে ওঠে দুর্জয়।
তাই শুধু ছুটি শুধু ছোটাছুটি
রিক্ত ভূবন ভরে,
ক্লান্ত ঘুমে স্বপ্নে ভাসে
সুখ তোর আপন ঘরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় দেবনাথ ২৬/০৫/২০১৮দারুন
-
সাইদ খোকন নাজিরী ২৬/০৫/২০১৮ভাল খুব ভাল। তবে চতূর্থ প্যারার প্রথম চরণের বানান দেখে নিবেন প্লিজ!
-
পি পি আলী আকবর ২৬/০৫/২০১৮ভালো লেগেছে