আপন
দায়িত্ব কে নেবে আমায়
শান্তনা কে দেবে?
নির্ঘুম রাত কাটাবে কে
শুধু আমায় ভেবে?
ঘর করতে শেখাবে কে
শক্ত হাতে ধরে?
সবাই দিলে দূরে ঠেলে
নিবে আপন করে।
নরক যখন দিবে আমায়
দূর হতে হাতছানি,
সামনে এনে দাড় করাবে
সুখের স্বর্গ খানি।
আমার ভুবন ভরবে যখন
গহীন আঁধার রাতে,
অভয় আলো জ্বালিয়ে দিবে
কে গো আপন হাতে?
শেষ বেলাতে সামনে আমার
মরন দাঁড়ায় যখন,
কোন সে সুজন সেই ক্ষণেতেও
থাকবে আমার আপন?
শান্তনা কে দেবে?
নির্ঘুম রাত কাটাবে কে
শুধু আমায় ভেবে?
ঘর করতে শেখাবে কে
শক্ত হাতে ধরে?
সবাই দিলে দূরে ঠেলে
নিবে আপন করে।
নরক যখন দিবে আমায়
দূর হতে হাতছানি,
সামনে এনে দাড় করাবে
সুখের স্বর্গ খানি।
আমার ভুবন ভরবে যখন
গহীন আঁধার রাতে,
অভয় আলো জ্বালিয়ে দিবে
কে গো আপন হাতে?
শেষ বেলাতে সামনে আমার
মরন দাঁড়ায় যখন,
কোন সে সুজন সেই ক্ষণেতেও
থাকবে আমার আপন?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৭/০৭/২০১৮ধন্যবাদ..............
-
দীপঙ্কর রায় ০৭/০৭/২০১৮ভাল লাগলো।