আন্দোলনের মত আন্দোলন
মিছিল হল মিটিং হল
হল আন্দোলন,
মরল মানুষ শত শত
বাঁচল দু এক জন।
নির্বিচারে মারছে ওরা
হাসছে মহা সুখে,
সংখ্যা লঘু করছে আঘাত
সংখ্যা গুরুর বুকে?
প্রশাসন আজ হয়ে গেছে
ওদের কেনা গোলাম,
রাতে মারে নির্বিচারে
দিনে লাগায় মলম!
তোমার রক্তে অবগাহন
করতে ওরা চায়,
বৃথা শুধু ধরে কি লাভ
গণতন্ত্রের পায়?
মারছে যখন মারুক আরো
বাকী সবাই মরো,
নয়তো এবার রুখে দাঁড়াও
কেউ এসে হাল ধরো!
আন্দোলনের মত করে
গড়ো আন্দোলন,
মরতে মরতে মিটবে হয়তো
তোমার প্রয়োজন।
হল আন্দোলন,
মরল মানুষ শত শত
বাঁচল দু এক জন।
নির্বিচারে মারছে ওরা
হাসছে মহা সুখে,
সংখ্যা লঘু করছে আঘাত
সংখ্যা গুরুর বুকে?
প্রশাসন আজ হয়ে গেছে
ওদের কেনা গোলাম,
রাতে মারে নির্বিচারে
দিনে লাগায় মলম!
তোমার রক্তে অবগাহন
করতে ওরা চায়,
বৃথা শুধু ধরে কি লাভ
গণতন্ত্রের পায়?
মারছে যখন মারুক আরো
বাকী সবাই মরো,
নয়তো এবার রুখে দাঁড়াও
কেউ এসে হাল ধরো!
আন্দোলনের মত করে
গড়ো আন্দোলন,
মরতে মরতে মিটবে হয়তো
তোমার প্রয়োজন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ২২/১০/২০১৮স্লোগান?
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২২/১০/২০১৮সুন্দর কাব্যিক বন্দনা
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২২/১০/২০১৮জি । আপনার সাথে একমত।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২২/১০/২০১৮দারুণ থিম!
চলুক কাব্যচর্চা।
ধন্যবাদ।