আন্দোলন
সহিংসতা নয়
পরিবর্তনের প্রচেষ্টা,
সুনির্দিষ্ট উদ্দেশ্য
ন্যায় নিষ্ঠার প্রতিষ্ঠা।
দুর্ঘটনায় অকালমৃত্যু
প্রতিরোধের অভিপ্রায়,
আন্দোলনে শিক্ষার্থীরা
উপেক্ষিত প্রাণের ভয়।
সংঘবদ্ধ দুর্নীতি পায়
প্রশাসনের স্বীকৃতি,
কোমল প্রাণে সরল দাবী
দিতেই হবে নিষ্কৃতি।
স্বজন হারা তপ্ত হৃদয়
একত্র এই প্রতিজ্ঞায়,
সম্মিলিত পদক্ষেপে
দূর করবেই অবক্ষয়।
অবিচারকে রুখে দিতে
নতুন করে এই অন্যায়,
তবু যদি এই সুযোগে
বন্দী জাতি মুক্তি পায়।
কালো টাকায় টান পড়বে
হবে কারো সর্বনাশ,
তবু যেন না দেখতে হয়
রাজপথে সন্তানের লাশ।
পরিবর্তনের প্রচেষ্টা,
সুনির্দিষ্ট উদ্দেশ্য
ন্যায় নিষ্ঠার প্রতিষ্ঠা।
দুর্ঘটনায় অকালমৃত্যু
প্রতিরোধের অভিপ্রায়,
আন্দোলনে শিক্ষার্থীরা
উপেক্ষিত প্রাণের ভয়।
সংঘবদ্ধ দুর্নীতি পায়
প্রশাসনের স্বীকৃতি,
কোমল প্রাণে সরল দাবী
দিতেই হবে নিষ্কৃতি।
স্বজন হারা তপ্ত হৃদয়
একত্র এই প্রতিজ্ঞায়,
সম্মিলিত পদক্ষেপে
দূর করবেই অবক্ষয়।
অবিচারকে রুখে দিতে
নতুন করে এই অন্যায়,
তবু যদি এই সুযোগে
বন্দী জাতি মুক্তি পায়।
কালো টাকায় টান পড়বে
হবে কারো সর্বনাশ,
তবু যেন না দেখতে হয়
রাজপথে সন্তানের লাশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ০৩/০৮/২০১৮বেশ ভালো!
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৩/০৮/২০১৮Daruun!
-
সাইদ খোকন নাজিরী ০৩/০৮/২০১৮আসাধারণ অনুভূতি।