আমি শিখেছি
আমি মানুষ চিনতে শিখিনি,
শিখেছি বিশ্বাস করতে।
রাগ অভিমান ভূলে
যন্ত্রণা নিজে সয়ে,
নিজের শান্তি বিলিয়ে দিয়ে
অন্যের প্রাণ ভরতে।
নিজের ঘরকে শূন্য করে
আপন ভূবন ব্যাথায় ভরে
সর্বস্ব বিলিয়ে দিয়ে
দুঃসময়ে কোমল হয়ে
নিজের জীবন দাড় করাতে
মানবতার তরে।
বিশৃঙ্খলায় সৃষ্ট বাঁধা,
পূর্ণ কেহ মৃত আধা।
দৃষ্টান্ত রেখে গেছে,
লজ্জা ঘৃণা জমে আছে।
নোংরা হৃদয় পুণ্যে ধুয়ে
করতে শিখেছি সাদা।
অনুগ্রহের তেপান্তরে,
বিষণ্ণতায় হৃদয় ভরে।
করুনা দেয় বিরুপ ক্লান্তি,
অনুভূতির বিভ্রান্তি।
সমবেদনা রাখতে সকল
ব্যথী জনের তরে।
আমি শিখব আবার কঠিন হতে,
সংঘবদ্ধ লোকের সাথে।
সইতে সইতে মনের দহন,
দেয়ালে পিঠ ঠেকবে যখন।
প্রতিরোধে উঠব গর্জে
বিদ্রোহী প্রভাতে।
শিখেছি বিশ্বাস করতে।
রাগ অভিমান ভূলে
যন্ত্রণা নিজে সয়ে,
নিজের শান্তি বিলিয়ে দিয়ে
অন্যের প্রাণ ভরতে।
নিজের ঘরকে শূন্য করে
আপন ভূবন ব্যাথায় ভরে
সর্বস্ব বিলিয়ে দিয়ে
দুঃসময়ে কোমল হয়ে
নিজের জীবন দাড় করাতে
মানবতার তরে।
বিশৃঙ্খলায় সৃষ্ট বাঁধা,
পূর্ণ কেহ মৃত আধা।
দৃষ্টান্ত রেখে গেছে,
লজ্জা ঘৃণা জমে আছে।
নোংরা হৃদয় পুণ্যে ধুয়ে
করতে শিখেছি সাদা।
অনুগ্রহের তেপান্তরে,
বিষণ্ণতায় হৃদয় ভরে।
করুনা দেয় বিরুপ ক্লান্তি,
অনুভূতির বিভ্রান্তি।
সমবেদনা রাখতে সকল
ব্যথী জনের তরে।
আমি শিখব আবার কঠিন হতে,
সংঘবদ্ধ লোকের সাথে।
সইতে সইতে মনের দহন,
দেয়ালে পিঠ ঠেকবে যখন।
প্রতিরোধে উঠব গর্জে
বিদ্রোহী প্রভাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২৬/০৫/২০১৮খুব ভালো মনের শিক্ষণীয় কবিতা ।
-
সাইদ খোকন নাজিরী ২৬/০৫/২০১৮অপূর্ব লিখনি