আমি পারিনি
আমি দেখেছি তোমার মলিন মুখ
নীরব থেকেছি কিছুই বলিনি।
দেখেছি আকাশের পানে তাকিয়ে থাকা
তোমার মায়াবী ডাগর চোখ,
তবুও করেছি নীরবতা অবলম্বন।
তুমি পেরেছ মিথ্যা বলতে হাসি মুখে।
দেখেও না দেখার ভান করে
বুঝেও না বুঝে থাকতে।
অন্ধ বিশ্বাসের বিনিময়ে
তোমার দেওয়া প্রতিদান,
বদলে দিয়েছে আমার
নিত্য দিনের রুটিন।
সামান্যতম চেষ্টাও যদি করতে,
আমার এ ব্যকুল হৃদয়ের ভাষা বুঝতে।
আমি ধন্য হয়ে যেতাম
আর তুমি হতে জয়ী।
আমি যখন দেখেছি তোমায় কাঁদতে,
চোখের জল ধরে রাখতে পারি নি।
পারিনি কোন ভাবেই
নিজেকে নীরব রাখতে।
নীরব থেকেছি কিছুই বলিনি।
দেখেছি আকাশের পানে তাকিয়ে থাকা
তোমার মায়াবী ডাগর চোখ,
তবুও করেছি নীরবতা অবলম্বন।
তুমি পেরেছ মিথ্যা বলতে হাসি মুখে।
দেখেও না দেখার ভান করে
বুঝেও না বুঝে থাকতে।
অন্ধ বিশ্বাসের বিনিময়ে
তোমার দেওয়া প্রতিদান,
বদলে দিয়েছে আমার
নিত্য দিনের রুটিন।
সামান্যতম চেষ্টাও যদি করতে,
আমার এ ব্যকুল হৃদয়ের ভাষা বুঝতে।
আমি ধন্য হয়ে যেতাম
আর তুমি হতে জয়ী।
আমি যখন দেখেছি তোমায় কাঁদতে,
চোখের জল ধরে রাখতে পারি নি।
পারিনি কোন ভাবেই
নিজেকে নীরব রাখতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ২৫/০৫/২০১৮কবিতার নামের সাথে চরণের মিল খুঁজতে আমার কেমন যেন কষ্ট হচ্ছে। তবুও বলব ভাল ।
-
পবিত্র চক্রবর্তী ২৫/০৫/২০১৮হুম ভালো কিন্তু এত কথা কেন ? কবিতা যদি সব বলে দেয় তাহলে পাঠক ভাবার অবকাশ পায় না ॥