আমি নিস্তার পেতে চাই
আমি নিস্তার পেতে চাই,
অসহনীয় যন্ত্রণা আজ হৃদয়ে নিয়েছে ঠাঁই।
আমি ভূলে যেতে চাই জ্বালা,
জীবন দিয়েও সয়ে যেতে চাই সকল অবহেলা।
আমি হতে চাই আজ খাঁটি,
অগোছালো এই জীবনটাকে সাজাতে পরিপাটি।
হয়তো মনোযোগ দিইনি তাই,
ধারণা থেকে দিয়েছ তুমি অবহেলার দোহাই।
অমনোযোগী হওয়ার অর্থ অবহেলা নয়,
জঘন্য ঘৃণা শত যন্ত্রণা হৃদয় তবুও সয়।
মুক্তি পাবার জন্য কাউকে যায়না করা বাধ্য,
স্বেচ্ছায় করতে স্বপ্ন পূরণ হয়নি কারো সাধ্য।
সাধ্যের জোরে বাধ্য করে বৃথা স্বপ্ন দেখা,
মুক্তি মেলে না মায়া কান্নায় এটাই ভাগ্য লেখা।
দারুন ইচ্ছা জেগে ওঠে তবু দুই নয়নের জলে,
আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্নের কাছে দুঃখের কথা বলে।
বেজায় কঠিন সুখে থাকা যন্ত্রণা সাধারণ,
অন্তর জুড়ে স্বাধীনতার স্বাদ করে তাই বিচরণ।
আশায় থেকে ব্যথা সয়ে অন্তর দুঃখে ভার,
বিদ্বেষী এই যন্ত্রণা হতে পেতে চাই নিস্তার!
অসহনীয় যন্ত্রণা আজ হৃদয়ে নিয়েছে ঠাঁই।
আমি ভূলে যেতে চাই জ্বালা,
জীবন দিয়েও সয়ে যেতে চাই সকল অবহেলা।
আমি হতে চাই আজ খাঁটি,
অগোছালো এই জীবনটাকে সাজাতে পরিপাটি।
হয়তো মনোযোগ দিইনি তাই,
ধারণা থেকে দিয়েছ তুমি অবহেলার দোহাই।
অমনোযোগী হওয়ার অর্থ অবহেলা নয়,
জঘন্য ঘৃণা শত যন্ত্রণা হৃদয় তবুও সয়।
মুক্তি পাবার জন্য কাউকে যায়না করা বাধ্য,
স্বেচ্ছায় করতে স্বপ্ন পূরণ হয়নি কারো সাধ্য।
সাধ্যের জোরে বাধ্য করে বৃথা স্বপ্ন দেখা,
মুক্তি মেলে না মায়া কান্নায় এটাই ভাগ্য লেখা।
দারুন ইচ্ছা জেগে ওঠে তবু দুই নয়নের জলে,
আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্নের কাছে দুঃখের কথা বলে।
বেজায় কঠিন সুখে থাকা যন্ত্রণা সাধারণ,
অন্তর জুড়ে স্বাধীনতার স্বাদ করে তাই বিচরণ।
আশায় থেকে ব্যথা সয়ে অন্তর দুঃখে ভার,
বিদ্বেষী এই যন্ত্রণা হতে পেতে চাই নিস্তার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল আবেদীন ২৫/০৫/২০১৮অবহেলা বলে কোণ কথা থাকতে নেই, নিজেকে যোগ্য করে গড়ে তুলহে মানব , এ জগত সন্সাসের মানুষ তোমাকে পুজিবে/ সম্মানিবে !
-
কে. পাল ২৫/০৫/২০১৮Bess
-
সাইদ খোকন নাজিরী ২৫/০৫/২০১৮খুব ভাল !