আমি গণতন্ত্র
আমি গণতন্ত্র, রাষ্ট্রের মূল মন্ত্র,
জনস্বার্থ বিক্রি করেও, সর্বদা স্বতন্ত্র!
আমি সর্বশ্রেষ্ঠ, অন্ধত্বে পথভ্রষ্ট,
উগ্রবাদ আর সহিংসতা, আমি দ্বারা সৃষ্ট!
আমি আদর্শে ন্যায়বান, নিত্য রচি অভিধান,
শোসনের বীজ বপন করে, খুঁজে ফিরি সমাধান!
আর দেই যদি হুংকার, কাঁপে রাজা রাজ দরবার,
নিষ্পেষণ আর নিপীড়নে, জনতার হাহাকার!
শাস্ত্রীয় শক্তিতে, অকাট্য যুক্তিতে,
অশ্রু জলে প্লাবন বয়, মানবতার মুক্তিতে!
প্রকাশ্য দিবালোকে, গণহত্যা দেখি চোখে,
অপরাধীকে আঁচলে বেঁধে, ইতিহাস যাচ্ছি লিখে!
আমার শক্তি জনগণ, তাদের নিয়েই প্রহসন,
ধর্ম বর্ণের যুদ্ধে রাঙা, আমার সিংহাসন!
অবিচল নিষ্ঠায়, সচেষ্ট শান্তি প্রতিষ্ঠায়,
তাইতো শাসক শোষিতদের, তাজা রক্তে নায়!
আমি রাষ্ট্রের স্রষ্টা, জনতার স্বপ্ন দ্রষ্টা,
শোসন লিপিতে পূর্ণ করি, আইনের পৃষ্ঠা!
আমি গণতন্ত্র, রাষ্ট্রের মূল মন্ত্র,
ষড়যন্ত্র রুখতে করি, হাজার ষড়যন্ত্র!
জনস্বার্থ বিক্রি করেও, সর্বদা স্বতন্ত্র!
আমি সর্বশ্রেষ্ঠ, অন্ধত্বে পথভ্রষ্ট,
উগ্রবাদ আর সহিংসতা, আমি দ্বারা সৃষ্ট!
আমি আদর্শে ন্যায়বান, নিত্য রচি অভিধান,
শোসনের বীজ বপন করে, খুঁজে ফিরি সমাধান!
আর দেই যদি হুংকার, কাঁপে রাজা রাজ দরবার,
নিষ্পেষণ আর নিপীড়নে, জনতার হাহাকার!
শাস্ত্রীয় শক্তিতে, অকাট্য যুক্তিতে,
অশ্রু জলে প্লাবন বয়, মানবতার মুক্তিতে!
প্রকাশ্য দিবালোকে, গণহত্যা দেখি চোখে,
অপরাধীকে আঁচলে বেঁধে, ইতিহাস যাচ্ছি লিখে!
আমার শক্তি জনগণ, তাদের নিয়েই প্রহসন,
ধর্ম বর্ণের যুদ্ধে রাঙা, আমার সিংহাসন!
অবিচল নিষ্ঠায়, সচেষ্ট শান্তি প্রতিষ্ঠায়,
তাইতো শাসক শোষিতদের, তাজা রক্তে নায়!
আমি রাষ্ট্রের স্রষ্টা, জনতার স্বপ্ন দ্রষ্টা,
শোসন লিপিতে পূর্ণ করি, আইনের পৃষ্ঠা!
আমি গণতন্ত্র, রাষ্ট্রের মূল মন্ত্র,
ষড়যন্ত্র রুখতে করি, হাজার ষড়যন্ত্র!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৫/০৮/২০১৯ভালো
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২১/০৮/২০১৯বেশ ভাল।
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৮/২০১৯টিকে থাকুক গণতন্ত্র।