আমি বিকেল বেলা ছাদে
আমি বিকেল বেলা ছাদে
তুমি বসে বারান্দায়,
আমি ঘুড়ি উড়াই শখে
তুমি আলতা মাখো পায়।
গ্রিলের ফাঁকে দক্ষিন হাওয়া
লুকোচুরি খেলে,
আমি ঘুড়ির সাথে নীল আকাশে
উড়ি ডানা মেলে।
কালো মেঘের সারি
তোমার ছবি একে যায়,
তখন গোধুলিও আঁধার মেখে
সন্ধ্যা যে নামায়।
আমি বিকেল বেলা ছাদে
তুমি বসে বারান্দায়,
আমি ঘুড়ি উড়াই শখে
তুমি আলতা মাখো পায়।
পথ ভুলতে ভুলতে পাখী
আবার নীড়েই ফিরে আসে,
তুমি তখন খোলা চুলে
ফুল গাছটার পাশে।
তোমার হাতটা ধরে হাটি ছাদে
বড্ড মনটা চায়,
ততক্ষণে রাত নেমেছে
তোমার বারান্দায়।
আমি বিকেল বেলা ছাদে
তুমি বসে বারান্দায়,
আমি ঘুড়ি উড়াই শখে
তুমি আলতা মাখো পায়।
ওই রাতের নীরবতা
দেয় স্মৃতির দুয়ার খুলে,
ততক্ষণে ঘুমে বিভোর
তুমি খোলা চুলে।
স্বপ্নরাশি এসে যখন
হৃদয় ছুয়ে যায়,
ঘুমটা ভেঙ্গে গেলে
আমার বড্ড হাসি পায়।
আমি বিকেল বেলা ছাদে
তুমি বসে বারান্দায়,
আমি ঘুড়ি উড়াই শখে
তুমি আলতা মাখো পায়।
তুমি বসে বারান্দায়,
আমি ঘুড়ি উড়াই শখে
তুমি আলতা মাখো পায়।
গ্রিলের ফাঁকে দক্ষিন হাওয়া
লুকোচুরি খেলে,
আমি ঘুড়ির সাথে নীল আকাশে
উড়ি ডানা মেলে।
কালো মেঘের সারি
তোমার ছবি একে যায়,
তখন গোধুলিও আঁধার মেখে
সন্ধ্যা যে নামায়।
আমি বিকেল বেলা ছাদে
তুমি বসে বারান্দায়,
আমি ঘুড়ি উড়াই শখে
তুমি আলতা মাখো পায়।
পথ ভুলতে ভুলতে পাখী
আবার নীড়েই ফিরে আসে,
তুমি তখন খোলা চুলে
ফুল গাছটার পাশে।
তোমার হাতটা ধরে হাটি ছাদে
বড্ড মনটা চায়,
ততক্ষণে রাত নেমেছে
তোমার বারান্দায়।
আমি বিকেল বেলা ছাদে
তুমি বসে বারান্দায়,
আমি ঘুড়ি উড়াই শখে
তুমি আলতা মাখো পায়।
ওই রাতের নীরবতা
দেয় স্মৃতির দুয়ার খুলে,
ততক্ষণে ঘুমে বিভোর
তুমি খোলা চুলে।
স্বপ্নরাশি এসে যখন
হৃদয় ছুয়ে যায়,
ঘুমটা ভেঙ্গে গেলে
আমার বড্ড হাসি পায়।
আমি বিকেল বেলা ছাদে
তুমি বসে বারান্দায়,
আমি ঘুড়ি উড়াই শখে
তুমি আলতা মাখো পায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৭/০৪/২০১৮দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৪/২০১৮বাঃ