আমার গাঁ
সর্ষে ইলিশ খাওয়াবো তোমায়
আসছে বর্ষাকালে,
এবার তেমন বৃষ্টি ঝরেনি
বাড়ীর পাশের খালে।
আরতো মাত্র কয়েকটা মাস
গ্রীষ্মের শেষ দিকে,
জাল ফেলবে সব জেলেরা
সারা নদীর বুকে।
উঠবে ইলিশ ঝাঁকে ঝাঁকে
খাওয়াবো তোমায় সবার আগে
আমার কথা রাখো,
শীত আসতেই তাল-খেজুরের
রস খাওয়াবো দেখো।
নারকেল গুঁড়ের নাড়ু বানাবে
পাশের বাড়ীর ভাবি,
তুমি আমি দুজন মিলে
সাবাড় করব সবি।
চৈত্র দিনে শুতে দিব
পাতার শীতল পাটি,
কি যে মধুর গন্ধ ছড়ায়
বালাম ধানের আঁটি।
আমার গাঁয়ের বিলের ধারে
বয় যে মৃদু বাতাস,
তাতেই তোমার প্রাণ জুড়াবে
মিটবে যত পীয়াস।
সত্যি বলছি সবই আমি
দৃঢ় বিশ্বাস রাখো,
মুক্ত হাওয়া পেতে চাইলে
এই গাঁয়েতেই থাকো।
আসছে বর্ষাকালে,
এবার তেমন বৃষ্টি ঝরেনি
বাড়ীর পাশের খালে।
আরতো মাত্র কয়েকটা মাস
গ্রীষ্মের শেষ দিকে,
জাল ফেলবে সব জেলেরা
সারা নদীর বুকে।
উঠবে ইলিশ ঝাঁকে ঝাঁকে
খাওয়াবো তোমায় সবার আগে
আমার কথা রাখো,
শীত আসতেই তাল-খেজুরের
রস খাওয়াবো দেখো।
নারকেল গুঁড়ের নাড়ু বানাবে
পাশের বাড়ীর ভাবি,
তুমি আমি দুজন মিলে
সাবাড় করব সবি।
চৈত্র দিনে শুতে দিব
পাতার শীতল পাটি,
কি যে মধুর গন্ধ ছড়ায়
বালাম ধানের আঁটি।
আমার গাঁয়ের বিলের ধারে
বয় যে মৃদু বাতাস,
তাতেই তোমার প্রাণ জুড়াবে
মিটবে যত পীয়াস।
সত্যি বলছি সবই আমি
দৃঢ় বিশ্বাস রাখো,
মুক্ত হাওয়া পেতে চাইলে
এই গাঁয়েতেই থাকো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৪/২০১৮সুন্দর গাঁ।