আমার আমি
হয় ভীতি সঞ্চার,
চমকাই বারে বার।
ছেড়ে এই নিঃশ্বাস,
আবার যে নিব টেনে-
নাই তার বিশ্বাস।
আছে খুব শক্তি,
তাই পাই ভক্তি।
দুর্বল করে দেয়,
বিদায়ী আসক্তি।
বিবেকের গঞ্জনা,
প্রাণে দেয় যন্ত্রণা।
হল লাখো অন্যায়,
পেয়ে কুমন্ত্রণা।
সম্মুখে সেই দিন,
এ দেহ বলহীন।
আমার কর্ম গুলো,
রয়ে যাবে আমিহীন।
অনুভবে কষ্ট,
হয়ে পথ ভ্রষ্ট।
আমার আমিকে আমি,
নিজে করে নষ্ট।
নয় কারো অজানা,
দেহ প্রাণ কারো না।
আমি আমি করে শুধু,
সাময়িক ছলনা।
এ জীবন আমিময়,
তাই আমার লাগে ভয়।
হঠাৎ কখন যেন,
আমি হীন হয়ে যায়।
তবু প্রাণে নিয়ে ভয়,
থেকে যেতে মন চায়।
সৃষ্টির নিয়মে,
তবু চলে যেতে হয়।
চমকাই বারে বার।
ছেড়ে এই নিঃশ্বাস,
আবার যে নিব টেনে-
নাই তার বিশ্বাস।
আছে খুব শক্তি,
তাই পাই ভক্তি।
দুর্বল করে দেয়,
বিদায়ী আসক্তি।
বিবেকের গঞ্জনা,
প্রাণে দেয় যন্ত্রণা।
হল লাখো অন্যায়,
পেয়ে কুমন্ত্রণা।
সম্মুখে সেই দিন,
এ দেহ বলহীন।
আমার কর্ম গুলো,
রয়ে যাবে আমিহীন।
অনুভবে কষ্ট,
হয়ে পথ ভ্রষ্ট।
আমার আমিকে আমি,
নিজে করে নষ্ট।
নয় কারো অজানা,
দেহ প্রাণ কারো না।
আমি আমি করে শুধু,
সাময়িক ছলনা।
এ জীবন আমিময়,
তাই আমার লাগে ভয়।
হঠাৎ কখন যেন,
আমি হীন হয়ে যায়।
তবু প্রাণে নিয়ে ভয়,
থেকে যেতে মন চায়।
সৃষ্টির নিয়মে,
তবু চলে যেতে হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৫/০৮/২০১৮সুন্দর লিখার জন্য অভিনন্দন।
-
সাইদ খোকন নাজিরী ০৪/০৮/২০১৮অসম্ভব সুন্দর লিখন।
-
আব্দুল হক ০৪/০৮/২০১৮সুন্দর লিখার জন্য অভিনন্দন।