আলো
অন্ধ আমি ছন্দ সাজাই
জ্বালাতে চাই আলো,
সংশোধনের প্রতিক্ষাতে
আমার স্বপ্নগুলো।
বোকা আমার একা থাকা
জ্ঞানী হবার ছল,
গভীর রাতে স্মৃতির দ্বারে
হাজার কোলাহল।
সঙ্গ পেয়ে ভঙ্গ হল
ভাঙল লাজের বাধ,
প্রয়োজনের সাথে মোহ
করে যায় বিবাধ ।
দ্বন্দ্ব হওয়া মন্দ নয় আজ
মিলবে সোহাগ শেষে,
ভালোবাসা লুকিয়ে থাকে
সদা শত্রুর বেশে।
বাধ্য তবু সাধ্য নেই আজ
শুধুই খুজি কুল,
বাধাগ্রস্থ করছে যেন
ইচ্ছাকৃত ভুল।
অল্পসুখের গল্প শুনে
ভরতে চাই আজ মন,
বেশি সুখের আশায় যে জন
সঙ্গী তার দহন।
সস্তা আমায় বস্তা ভরে
চুবায় ঘোলা জলে,
কি লাভ তবে আঁধার ঘরে
জ্ঞানের আলো জ্বেলে।
ছন্দ আমি অন্ধ হয়ে
ইচ্ছে মত সাজাই,
জ্বালতে আলো অন্ধকারকে
সহজ রাস্তা দেখাই।
জ্বালাতে চাই আলো,
সংশোধনের প্রতিক্ষাতে
আমার স্বপ্নগুলো।
বোকা আমার একা থাকা
জ্ঞানী হবার ছল,
গভীর রাতে স্মৃতির দ্বারে
হাজার কোলাহল।
সঙ্গ পেয়ে ভঙ্গ হল
ভাঙল লাজের বাধ,
প্রয়োজনের সাথে মোহ
করে যায় বিবাধ ।
দ্বন্দ্ব হওয়া মন্দ নয় আজ
মিলবে সোহাগ শেষে,
ভালোবাসা লুকিয়ে থাকে
সদা শত্রুর বেশে।
বাধ্য তবু সাধ্য নেই আজ
শুধুই খুজি কুল,
বাধাগ্রস্থ করছে যেন
ইচ্ছাকৃত ভুল।
অল্পসুখের গল্প শুনে
ভরতে চাই আজ মন,
বেশি সুখের আশায় যে জন
সঙ্গী তার দহন।
সস্তা আমায় বস্তা ভরে
চুবায় ঘোলা জলে,
কি লাভ তবে আঁধার ঘরে
জ্ঞানের আলো জ্বেলে।
ছন্দ আমি অন্ধ হয়ে
ইচ্ছে মত সাজাই,
জ্বালতে আলো অন্ধকারকে
সহজ রাস্তা দেখাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৫/০৫/২০১৮সুন্দর
-
পি পি আলী আকবর ০৫/০৫/২০১৮দারুণ