আইন মুখের কথা
আসল দু দিন পরে নিবো সুদের হিসাব চাই,
পয়সা থাকলে সনদ কিংবা চাকরীর অভাব নাই।
বাপের টাকা খরচা করে হয়েছি ডাক্তার,
জ্যান্ত মানুষ ফেলব মেরে এসে কি যায় কার?
এই নে নাম্বার রাত্রি বেলা বিকাশ করে দিবি,
পরীক্ষার ঠিক আগের রাত্রে প্রশ্ন পেয়ে যাবি।
সরকারী চাকরী তো ব্যটা একটা ফোনের ব্যাপার,
বস্তা ভরে আনবি টাকা কোটা আছে আমার।
নিচ্ছি কেড়ে ফেয়ার শেয়ার কে করবে কোন চ্যাট?
আমার দল ক্ষমতায় থাকতে কিসের আবার ভ্যাট?
পাগলা কুত্তায় কামড়ায়নিতো দেবো ঋণের টাকা,
পাবলিক থাকতে ব্যাংক কখনো খালি হয়না বোকা।
আমার কাজে বাধা দিলে হারিয়ে যাবি সে,
হাকিম হুকুম সবই আমার বিচার করবে কে?
ঘুসের টাকায় আজকে আমি হইছি গভর্নর,
পাচার করব দেশের টাকা চুপ রবে সরকার।
বেশী কথা বললে ঘসবো তাঁর মুখেতে ঝামা,
ইচ্ছেমত সংখ্যা বসা যত পারিস কামা।
মাদক বেঁচে অনেক কষ্টে হইছি বড় নেতা,
আমার কর্মকাণ্ড শাসন আইন মুখের কথা।
পয়সা থাকলে সনদ কিংবা চাকরীর অভাব নাই।
বাপের টাকা খরচা করে হয়েছি ডাক্তার,
জ্যান্ত মানুষ ফেলব মেরে এসে কি যায় কার?
এই নে নাম্বার রাত্রি বেলা বিকাশ করে দিবি,
পরীক্ষার ঠিক আগের রাত্রে প্রশ্ন পেয়ে যাবি।
সরকারী চাকরী তো ব্যটা একটা ফোনের ব্যাপার,
বস্তা ভরে আনবি টাকা কোটা আছে আমার।
নিচ্ছি কেড়ে ফেয়ার শেয়ার কে করবে কোন চ্যাট?
আমার দল ক্ষমতায় থাকতে কিসের আবার ভ্যাট?
পাগলা কুত্তায় কামড়ায়নিতো দেবো ঋণের টাকা,
পাবলিক থাকতে ব্যাংক কখনো খালি হয়না বোকা।
আমার কাজে বাধা দিলে হারিয়ে যাবি সে,
হাকিম হুকুম সবই আমার বিচার করবে কে?
ঘুসের টাকায় আজকে আমি হইছি গভর্নর,
পাচার করব দেশের টাকা চুপ রবে সরকার।
বেশী কথা বললে ঘসবো তাঁর মুখেতে ঝামা,
ইচ্ছেমত সংখ্যা বসা যত পারিস কামা।
মাদক বেঁচে অনেক কষ্টে হইছি বড় নেতা,
আমার কর্মকাণ্ড শাসন আইন মুখের কথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২১/০৯/২০১৯সুন্দর লিখা পড়লাম!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/০৯/২০১৯nice
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০৯/২০১৯Valo
-
পি পি আলী আকবর ১৯/০৯/২০১৯সুন্দর
-
আসিফ খন্দকার ১৮/০৯/২০১৯বর্তমান সরকার ব্যবস্থা অসাধারণ সাহসিকতায় তুলে ধরেছেন কবি। শুভেচ্ছা রইলো। সাহসিকতাকে সম্মান জানাচ্ছি। ধন্যবাদ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০৯/২০১৯অপূর্ব