আহ্বান
মনের জানালা খুলে
হৃদয়ের পাল তুলে
অতীত স্মৃতি ভুলে
দূর করে সংশয়,
নতুন করে হাসো
সুখের বানে ভাসো
আবার কাছে আসো
হয়ে যাবে পরিনয়।
ভুলে থাকতে জ্বালা
মিথ্যে অবহেলা
পেতে সুখের দোলা
যতকিছু প্রয়োজন,
বেদনা ভরা বুকে
কল্পনাতে সুখে
কেউবা মরে ধুকে
হারিয়ে নিয়ন্ত্রন।
অধিক যাদের আশা
পায়না ভালোবাসা
ভাগ্যকে তাই দোষা
নিঃস্ব নিজের ভূলে,
স্বল্প আশাই শ্রেয়
দু:খ পরিমেয়
অধিক আদর স্নেহ
পূর্ণ তৃপ্তি মেলে।
ভুলে যাও প্রতিশোধ
গড়ে তোল প্রতিরোধ
বিদায় করে বিরোধ
একটু আবার হাসো,
আমাতে সুখের সাগর
স্নেহ-মমতা আদর
ইচ্ছে খুশির কদর
পুনরায় ভালোবাসো।
হৃদয়ের পাল তুলে
অতীত স্মৃতি ভুলে
দূর করে সংশয়,
নতুন করে হাসো
সুখের বানে ভাসো
আবার কাছে আসো
হয়ে যাবে পরিনয়।
ভুলে থাকতে জ্বালা
মিথ্যে অবহেলা
পেতে সুখের দোলা
যতকিছু প্রয়োজন,
বেদনা ভরা বুকে
কল্পনাতে সুখে
কেউবা মরে ধুকে
হারিয়ে নিয়ন্ত্রন।
অধিক যাদের আশা
পায়না ভালোবাসা
ভাগ্যকে তাই দোষা
নিঃস্ব নিজের ভূলে,
স্বল্প আশাই শ্রেয়
দু:খ পরিমেয়
অধিক আদর স্নেহ
পূর্ণ তৃপ্তি মেলে।
ভুলে যাও প্রতিশোধ
গড়ে তোল প্রতিরোধ
বিদায় করে বিরোধ
একটু আবার হাসো,
আমাতে সুখের সাগর
স্নেহ-মমতা আদর
ইচ্ছে খুশির কদর
পুনরায় ভালোবাসো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হুসাইন দিলাওয়ার ০৫/০৪/২০১৮চমৎকার!
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৪/২০১৮ভালো।