আধুনিকতার ছোবল
অভিনব কৌশলে গা ঢাকা দিয়ে বেঁচে থাকবে আর কত দিন?
আধুনিকতার রক্তচক্ষু তোমাকেই খুঁজে ফেরে সারাক্ষণ।
পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে আকাশ কিংবা পাতালে
কখনো সাহসী সৈনিক আবার কখনো গোয়েন্দার বেশে।
সে শুধু তোমাকেই খোঁজে নিতে চায় তোমার রক্তের স্বাদ
কোনভাবেই পালিয়ে থাকতে পারবেনা তুমি খুঁজে বের করবেই।
হাজারো জড়তার ভিড়ে হয়তো নিজেকে হারাও তুমি
পাতাল ফুঁড়ে তুলে আনে তোমার ছায়া পেয়েও পায়না তোমাকে।
আবারো পলায়ন সাগর নদী পর্বত প্রান্তর পেরিয়ে
আশ্রয় নাও প্রাণহীন নির্জন অন্ধকার কোন গ্রহে।
সেখানেও তার হিংস্র তীক্ষ্ণ দৃষ্টি তোমাকে পাবার অভিপ্রায়ে
রক্তের নেশা তাকে নিয়ে আসে পলাতক তোমার কাছে।
ছুটন্ত তোমার পিছে তার অবিরত মাতাল পদক্ষেপ
অশান্ত যন্ত্রণায় কাতর তোমাকে খুঁজে পেতে সোচ্চার সর্বক্ষণ।
মৃত্যুর কাছে সপে দিয়ে উদ্ধার করতে চাও নিজেকে?
দুঃখজনক হলেও সত্য সেখানেও পৌঁছে যাবে আধুনিক হায়েনার হাত।
আধুনিকতার রক্তচক্ষু তোমাকেই খুঁজে ফেরে সারাক্ষণ।
পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে আকাশ কিংবা পাতালে
কখনো সাহসী সৈনিক আবার কখনো গোয়েন্দার বেশে।
সে শুধু তোমাকেই খোঁজে নিতে চায় তোমার রক্তের স্বাদ
কোনভাবেই পালিয়ে থাকতে পারবেনা তুমি খুঁজে বের করবেই।
হাজারো জড়তার ভিড়ে হয়তো নিজেকে হারাও তুমি
পাতাল ফুঁড়ে তুলে আনে তোমার ছায়া পেয়েও পায়না তোমাকে।
আবারো পলায়ন সাগর নদী পর্বত প্রান্তর পেরিয়ে
আশ্রয় নাও প্রাণহীন নির্জন অন্ধকার কোন গ্রহে।
সেখানেও তার হিংস্র তীক্ষ্ণ দৃষ্টি তোমাকে পাবার অভিপ্রায়ে
রক্তের নেশা তাকে নিয়ে আসে পলাতক তোমার কাছে।
ছুটন্ত তোমার পিছে তার অবিরত মাতাল পদক্ষেপ
অশান্ত যন্ত্রণায় কাতর তোমাকে খুঁজে পেতে সোচ্চার সর্বক্ষণ।
মৃত্যুর কাছে সপে দিয়ে উদ্ধার করতে চাও নিজেকে?
দুঃখজনক হলেও সত্য সেখানেও পৌঁছে যাবে আধুনিক হায়েনার হাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান প্রমউখ ১৯/০৫/২০১৮আধুনিকতায়- অবিমিশ্রতা'র হাত।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৫/২০১৮সময়ের দাবি ঠেকানো যায় না।
-
সেলিম রেজা সাগর ১৭/০৫/২০১৮দারুণ।