আধিপত্য বিস্তার
আধিপত্য বিস্তার অস্তিত্ব রক্ষার,
সম্মুখে শালিনতা হৃদয়ে অহংকার।
প্রাণ অবরুদ্ধ সুশীতল যুদ্ধ,
জাগ্রত হুঙ্কারে অনুরোধে ক্ষুদ্ধ।
শান্তির সন্ধান যন্ত্রণার উত্থান,
বৈধতা বিকৃত বিবেকের বলিদান।
উত্তাল প্রান্তর অশান্ত ভয়ংকর,
অসীম দূরত্ব অসম্ভব উদ্ধার।
নির্ভয় দাম্ভিক, দুরন্ত নির্ভীক,
প্রচেষ্টা হননের প্লাবিত চারিদিক।
অতিশয় ধূর্ত কৌশলী শর্ত,
জঘন্য নিভৃতে বিগ্রহ অনর্থ।
আগ্রহ রক্ষার অবিরত ধিক্কার,
অন্দর মহলে ব্যভিচারে চিৎকার।
বিদ্রোহে মুক্তি নীরবে বিভক্তি,
সমবেদনার স্বরে শত্রুর যুক্তি।
তাই মূলমন্ত্র শুধু ষড়যন্ত্র,
বিসর্জন দিয়ে প্রাণ দীক্ষিত মন্ত্র।
দুর্লভ বিস্তার আধিপত্যের সমাহার
প্রশ্নের উদ্ভব কবে হবে উদ্ধার?
সম্মুখে শালিনতা হৃদয়ে অহংকার।
প্রাণ অবরুদ্ধ সুশীতল যুদ্ধ,
জাগ্রত হুঙ্কারে অনুরোধে ক্ষুদ্ধ।
শান্তির সন্ধান যন্ত্রণার উত্থান,
বৈধতা বিকৃত বিবেকের বলিদান।
উত্তাল প্রান্তর অশান্ত ভয়ংকর,
অসীম দূরত্ব অসম্ভব উদ্ধার।
নির্ভয় দাম্ভিক, দুরন্ত নির্ভীক,
প্রচেষ্টা হননের প্লাবিত চারিদিক।
অতিশয় ধূর্ত কৌশলী শর্ত,
জঘন্য নিভৃতে বিগ্রহ অনর্থ।
আগ্রহ রক্ষার অবিরত ধিক্কার,
অন্দর মহলে ব্যভিচারে চিৎকার।
বিদ্রোহে মুক্তি নীরবে বিভক্তি,
সমবেদনার স্বরে শত্রুর যুক্তি।
তাই মূলমন্ত্র শুধু ষড়যন্ত্র,
বিসর্জন দিয়ে প্রাণ দীক্ষিত মন্ত্র।
দুর্লভ বিস্তার আধিপত্যের সমাহার
প্রশ্নের উদ্ভব কবে হবে উদ্ধার?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ২২/০৭/২০১৮নাইস!
-
আব্দুল হক ২০/০৭/২০১৮সত্য লিখেছেন, ধন্যবাদ!
-
জহির রহমান ২০/০৭/২০১৮চমৎকার শব্দের প্রয়োগ। ভালো লেগেছে কবি। শুভ প্রত্যাশা...
-
কামরুজ্জামান সাদ ১৫/০৭/২০১৮চমৎকার।ভাষা চয়নে কিছুটা দুর্বোধ্য লাগলেও কবিতা পাঠে সুন্দর লেগেছে...