আঁধার ঘরে
একদিন আমি যাবো চলে ভেবে চোখে জল
দেহটা যায় অসাড় হয়ে শেষ হয়ে যায় বল।
ফুরিয়ে যাবে এই পৃথিবীর সকল ফুলের গন্ধ
অচল নীরব চেয়ে রব হয়ে যাব অন্ধ।
তখন আমার আপন তুমি আপন নামে পর
একাকীত্বে ঘিরে ধরবে আমার আঁধার ঘর।
আমার স্ত্রী আমার সন্তান কেউই আমার নয়
মিছেমিছি তবু সবই আমার মনে হয়।
আমার শ্রমে গড়ে তোলা দামী গাড়ী বাড়ি
সোনা দানা ব্যাংকে আছে টাকা কাড়াকাড়ি।
তবে এত ঘাম ঝরিয়ে কি লাভ হল আমার
শেষ শয়নের ঘরটাই যদি থাকল হয়ে আঁধার।
আমার ঘরের পাশ কাটিয়ে হাজার লোকে যায়
সবাই গেল পর হয়ে আজ কেউ না ফিরে চায়।
এক নিমিষেই হারিয়ে গেল সকল খ্যাতি যশ
একলা ঘরে আঁধার ঘেরা আমার চারিপাশ।
সুখে দুঃখে যারা আমার থাকত কাছাকাছি
একটি বারও খবর নেয় না আমি কেমন আছি।
এ ঘর আমার আসল ঘর গো থাকব চিরকাল
বাতি আনতে ভুলে গেছি তাইতো চোখে জল।
দেহটা যায় অসাড় হয়ে শেষ হয়ে যায় বল।
ফুরিয়ে যাবে এই পৃথিবীর সকল ফুলের গন্ধ
অচল নীরব চেয়ে রব হয়ে যাব অন্ধ।
তখন আমার আপন তুমি আপন নামে পর
একাকীত্বে ঘিরে ধরবে আমার আঁধার ঘর।
আমার স্ত্রী আমার সন্তান কেউই আমার নয়
মিছেমিছি তবু সবই আমার মনে হয়।
আমার শ্রমে গড়ে তোলা দামী গাড়ী বাড়ি
সোনা দানা ব্যাংকে আছে টাকা কাড়াকাড়ি।
তবে এত ঘাম ঝরিয়ে কি লাভ হল আমার
শেষ শয়নের ঘরটাই যদি থাকল হয়ে আঁধার।
আমার ঘরের পাশ কাটিয়ে হাজার লোকে যায়
সবাই গেল পর হয়ে আজ কেউ না ফিরে চায়।
এক নিমিষেই হারিয়ে গেল সকল খ্যাতি যশ
একলা ঘরে আঁধার ঘেরা আমার চারিপাশ।
সুখে দুঃখে যারা আমার থাকত কাছাকাছি
একটি বারও খবর নেয় না আমি কেমন আছি।
এ ঘর আমার আসল ঘর গো থাকব চিরকাল
বাতি আনতে ভুলে গেছি তাইতো চোখে জল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফাহ্মিদা বারী ১৯/০৫/২০১৮কবিতাটির ভাষা আরেকটু গোছানো হলে বুঝি বেশি ভাল লাগতো। তবে ভাব সুন্দর।
-
পবিত্র চক্রবর্তী ১৯/০৫/২০১৮ভালো হয়েছে । প্রথম অনুচ্ছেদের শেষ লাইনটা মনে হচ্ছে বারবার চেষ্টা করেও ছন্দ মেলাতে পারছিলে না ।