আবেগ
দেখলে তোমার মেজাজ গরম,
প্রাণে দুঃখ লাগে চরম।
রাগলে তোমায় লাগে বেশ,
রাগতো প্রেমের অংশ বিশেষ।
অভিমানের মধুর ছোয়ায়,
ভালোবাসা পূর্ণতা পায়।
ছোট্ট ছোট্ট মান অভিমান,
প্রেমে জাগায় নতুন এক প্রাণ।
এই জীবনের প্রান্ত ছুয়ে,
ভালোবাসা পড়লে নুয়ে।
শান্তি মেলে দুটি প্রাণে,
ইচ্ছা বাড়ায় অভিমানে।
বলি তারে স্বর্গের সুখ,
গর্বে যেন ভরে এ বুক।
খুব আকৃষ্ট দুটি হৃদয়,
অফুরন্ত সুখ খুঁজে পায়।
ইচ্ছা বাড়ে অস্বাভাবিক,
শূন্যপথে প্রেমের পথিক।
তাঁরায় ভরা মনের আকাশ,
ভালোবাসার বহিঃপ্রকাশ।
সংশোধনের প্রাচীন ধারা,
নতুন ভাবে শুরু করা।
একের কষ্টে অন্যে ব্যথী,
অনন্তকাল জীবন সাথী।
মাঝে মধ্যে গরম মেজাজ,
শাসন করে জীবন সহজ।
ক্ষুদ্র সময় দন্ধে লেগে,
একত্রিত প্রেম আবেগে।
প্রাণে দুঃখ লাগে চরম।
রাগলে তোমায় লাগে বেশ,
রাগতো প্রেমের অংশ বিশেষ।
অভিমানের মধুর ছোয়ায়,
ভালোবাসা পূর্ণতা পায়।
ছোট্ট ছোট্ট মান অভিমান,
প্রেমে জাগায় নতুন এক প্রাণ।
এই জীবনের প্রান্ত ছুয়ে,
ভালোবাসা পড়লে নুয়ে।
শান্তি মেলে দুটি প্রাণে,
ইচ্ছা বাড়ায় অভিমানে।
বলি তারে স্বর্গের সুখ,
গর্বে যেন ভরে এ বুক।
খুব আকৃষ্ট দুটি হৃদয়,
অফুরন্ত সুখ খুঁজে পায়।
ইচ্ছা বাড়ে অস্বাভাবিক,
শূন্যপথে প্রেমের পথিক।
তাঁরায় ভরা মনের আকাশ,
ভালোবাসার বহিঃপ্রকাশ।
সংশোধনের প্রাচীন ধারা,
নতুন ভাবে শুরু করা।
একের কষ্টে অন্যে ব্যথী,
অনন্তকাল জীবন সাথী।
মাঝে মধ্যে গরম মেজাজ,
শাসন করে জীবন সহজ।
ক্ষুদ্র সময় দন্ধে লেগে,
একত্রিত প্রেম আবেগে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলো ২১/০৯/২০১৮খুবই ভালো
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৯/২০১৮বেশ।