চেতনা
তুমি ফিরে এসো জঘন্যতার অবসান ঘটিয়ে
কোমলতার পরশ বুলাতে।
অন্ধকারাচ্ছন্ন আঁধার পৃথিবীতে আলোর উজ্জ্বল প্রদীপ জ্বালাতে
আজ তোমাকেই খোঁজে অতৃপ্ত প্রতিটা হৃদয়।
প্রতারনার বেড়াজালে আবদ্ধ মৃতপ্রায় বৃহৎ জনগোষ্ঠীর
স্বার্থ উদ্ধারের প্রয়োজনে উদাত্ত আহবান তোমাকেই।
তুমি ফিরে এসো সূর্যোদয়ের সাথে অথবা অশান্ত ঢেউয়ের তালে
কিংবা পূর্ণিমার মৃদু জ্যোৎস্নায়।
জগতের সকল অকল্যানের অবসান ঘটাতে
তোমাকে জেগে উঠতেই হবে প্রতিটা অন্তরে।
কংক্রিটের আবর্জনার আড়ালে লুকিয়ে থাকা হায়েনার দলকে
নম্রতার পদক্ষেপ শেখাতে তুমিই একমাত্র অস্ত্র।
ধ্বংসের পথে চলন্ত জগতকে রক্ষা করতে
হে চেতনা ফিরে এসো তুমি।
জেগে ওঠো তুমি প্রতিটা আত্মায় মহাবীরের হুঙ্কার হয়ে
নয়তো মানবতার ধংস অনিবার্য।
অথবা দেখবে একদিন
একটি সত্ত্বাও জীবিত নেই
তোমার চেতনায় জাগতে।
কোমলতার পরশ বুলাতে।
অন্ধকারাচ্ছন্ন আঁধার পৃথিবীতে আলোর উজ্জ্বল প্রদীপ জ্বালাতে
আজ তোমাকেই খোঁজে অতৃপ্ত প্রতিটা হৃদয়।
প্রতারনার বেড়াজালে আবদ্ধ মৃতপ্রায় বৃহৎ জনগোষ্ঠীর
স্বার্থ উদ্ধারের প্রয়োজনে উদাত্ত আহবান তোমাকেই।
তুমি ফিরে এসো সূর্যোদয়ের সাথে অথবা অশান্ত ঢেউয়ের তালে
কিংবা পূর্ণিমার মৃদু জ্যোৎস্নায়।
জগতের সকল অকল্যানের অবসান ঘটাতে
তোমাকে জেগে উঠতেই হবে প্রতিটা অন্তরে।
কংক্রিটের আবর্জনার আড়ালে লুকিয়ে থাকা হায়েনার দলকে
নম্রতার পদক্ষেপ শেখাতে তুমিই একমাত্র অস্ত্র।
ধ্বংসের পথে চলন্ত জগতকে রক্ষা করতে
হে চেতনা ফিরে এসো তুমি।
জেগে ওঠো তুমি প্রতিটা আত্মায় মহাবীরের হুঙ্কার হয়ে
নয়তো মানবতার ধংস অনিবার্য।
অথবা দেখবে একদিন
একটি সত্ত্বাও জীবিত নেই
তোমার চেতনায় জাগতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ২৭/০৩/২০১৮"চেতনা" কবিতা খুব সুন্দর লাগল।শুভেচ্ছা রইল।
-
মোঃ ফাহাদ আলী ২৫/০৩/২০১৮মন রাঙ্গানো লেখা।
-
মীর মুহাম্মাদ আলী ২৫/০৩/২০১৮সুন্দর কবিতা, কবি।
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৩/২০১৮ভালো।