আজকাল
আজকে যেটা সহজে বলছ বলতে যদি কাল,
তবে কি আর ক্রোধে জ্বলত প্রতিবাদী মহাকাল?
শত চেষ্টায় পারোনি যেটা করতে তুমি প্রকাশ,
সেটাই করেছে বাধাগ্রস্থ তোমার স্মৃতির বিকাশ।
কি ছিল আর কি আছে আজ তা ভেবে কি লাভ,
বল প্রয়োগে হৃদয় কথন হয়না গো উদ্ভব।
আলোক রশ্মি আধারের সাথে করেছে সংঘাত,
তাইতো আজকে দূর হয়েছে আঁধার কালো রাত।
সহজ বোধ্য বিষয়টাকে তুমিই করলে কঠিন,
নিজের পাপের ফল পেয়েছ মুখ করেছ মলিন।
উচ্চাকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটানো সহজ নয়,
হৃদয়ের ক্ষোভ সহ্য করার ক্ষমতা থাকতে হয়।
নিজের মনের দুর্বলতার নিজেই নিয়ে সুযোগ,
ভাগ্যটাকে বৃথাই তুমি দিচ্ছ অভিযোগ।
ঝড়ের পরেই হিসাব নিকাশ কত হল ক্ষয়-ক্ষতি,
বোকার মত রুখতে চেয়েছো ভয়াবহ তার গতি।
অতি ক্ষুদ্র ভাবনা টাকে করেছো সুবিশাল,
সুখের বাগানে হেঁটে হেঁটে আজ কুড়াচ্ছ জঞ্জাল।
কালকের ঐ অবহেলা হৃদয় কাঁপায় আজ,
তোমার বিবেক তোমাকেই তাই বলে যায় চাপাবাজ।
অতীত কথা বাধ্য হয়ে লাভ কি আজকে বলে,
নিজের কাজে স্রোত ছুটেছে সময় গেছে চলে।
আজকের কথা আজকে বল কালকের কথা কাল,
নয়তো তোমায় বাধ্য করবে প্রতিবাদী মহাকাল।
তবে কি আর ক্রোধে জ্বলত প্রতিবাদী মহাকাল?
শত চেষ্টায় পারোনি যেটা করতে তুমি প্রকাশ,
সেটাই করেছে বাধাগ্রস্থ তোমার স্মৃতির বিকাশ।
কি ছিল আর কি আছে আজ তা ভেবে কি লাভ,
বল প্রয়োগে হৃদয় কথন হয়না গো উদ্ভব।
আলোক রশ্মি আধারের সাথে করেছে সংঘাত,
তাইতো আজকে দূর হয়েছে আঁধার কালো রাত।
সহজ বোধ্য বিষয়টাকে তুমিই করলে কঠিন,
নিজের পাপের ফল পেয়েছ মুখ করেছ মলিন।
উচ্চাকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটানো সহজ নয়,
হৃদয়ের ক্ষোভ সহ্য করার ক্ষমতা থাকতে হয়।
নিজের মনের দুর্বলতার নিজেই নিয়ে সুযোগ,
ভাগ্যটাকে বৃথাই তুমি দিচ্ছ অভিযোগ।
ঝড়ের পরেই হিসাব নিকাশ কত হল ক্ষয়-ক্ষতি,
বোকার মত রুখতে চেয়েছো ভয়াবহ তার গতি।
অতি ক্ষুদ্র ভাবনা টাকে করেছো সুবিশাল,
সুখের বাগানে হেঁটে হেঁটে আজ কুড়াচ্ছ জঞ্জাল।
কালকের ঐ অবহেলা হৃদয় কাঁপায় আজ,
তোমার বিবেক তোমাকেই তাই বলে যায় চাপাবাজ।
অতীত কথা বাধ্য হয়ে লাভ কি আজকে বলে,
নিজের কাজে স্রোত ছুটেছে সময় গেছে চলে।
আজকের কথা আজকে বল কালকের কথা কাল,
নয়তো তোমায় বাধ্য করবে প্রতিবাদী মহাকাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ০৮/০৫/২০১৮Good.