নব প্রেম
হে প্রভূ, তুমি বলে দাও মোরে,
আমার মন যাহাকে চাই,
সে কোথায় থাকে ?
সে কেন? নিজেকে লুকিয়ে রাখে ।
হে প্রভূ, তুমি বলে দাও মোরে,
আমি যখন ভালোবেসে তাহার পাশেতে দাড়ায়,
তখন সে কেন চলে যায় দুরে ?
আমি যখন সঙ্গী ভেবে দু-হাত বাড়ায়,
সে কেন নিরব থাকে ? আমার হাত দুটি না ধরে ।
আমি সহজ প্রেমে, পথে আসি নেমে,
সে কেন ? লজ্জাতে মুখটি লুকায়,
আপন ঘরের কোনে ।
হে প্রভূ, তুমি বলে দাও মোরে,
আজি নব প্রেমের টানে,
তারায় তারায় জ্বালিয়ে আলো,
চিরদিনের মিলন সুর বাজাবো কেমন করে ?
কেমন করে তারে বানাবো প্রানের বধু,
মিলবো এক সনে ?
হে প্রভূ, তুমি বলে দাও তারে,
আমার ভাঙ্গা হৃদয় মাঝে,
পেতে চায় তারে চিরদিনের তরে ।
আমার বাহুর ঘেরে, তারে রাখবো আড়াল করে,।
রাখিবো নয়নে নয়ন,
নব প্রেম জেগেছে মনে ।
আমার মন যাহাকে চাই,
সে কোথায় থাকে ?
সে কেন? নিজেকে লুকিয়ে রাখে ।
হে প্রভূ, তুমি বলে দাও মোরে,
আমি যখন ভালোবেসে তাহার পাশেতে দাড়ায়,
তখন সে কেন চলে যায় দুরে ?
আমি যখন সঙ্গী ভেবে দু-হাত বাড়ায়,
সে কেন নিরব থাকে ? আমার হাত দুটি না ধরে ।
আমি সহজ প্রেমে, পথে আসি নেমে,
সে কেন ? লজ্জাতে মুখটি লুকায়,
আপন ঘরের কোনে ।
হে প্রভূ, তুমি বলে দাও মোরে,
আজি নব প্রেমের টানে,
তারায় তারায় জ্বালিয়ে আলো,
চিরদিনের মিলন সুর বাজাবো কেমন করে ?
কেমন করে তারে বানাবো প্রানের বধু,
মিলবো এক সনে ?
হে প্রভূ, তুমি বলে দাও তারে,
আমার ভাঙ্গা হৃদয় মাঝে,
পেতে চায় তারে চিরদিনের তরে ।
আমার বাহুর ঘেরে, তারে রাখবো আড়াল করে,।
রাখিবো নয়নে নয়ন,
নব প্রেম জেগেছে মনে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আফরান মোল্লা ০৪/১০/২০১৪এক কথায় অসাধারণ!!
-
একনিষ্ঠ অনুগত ২১/০৯/২০১৪অনেক ভালো লাগলো কবিতাটি। প্রিয়তমের কাছে পাওয়ার দারুন আকুতি ফুটে উঠেছে কবিতায়। ৭/১০।
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৯/০৯/২০১৪খুব ভাল লাগল।
-
শিমুদা ১৯/০৯/২০১৪খুব ভাল লেগেছে কবি।