কালো অন্তর
রাঙা পায়ের রক্তজবা শান্তিমই মা
জীবন হাসে তোমার নামে
বস্ত্রহীনা প্রতিমা,
কেন মা তুমি এমন হলে?
কিসের ক্রোধে অগ্নিরূপা?
তুমি যে নিত্ত সুধাময়ী
অমৃতমই প্রেম স্বরূপআ
প্রলয়ে কালরূপই তুমি
অন্তরের শক্তিরূপে
তুমি বাস করো দিবাযামী
ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে
যখন তোমারে ভাবি,
হাজার আলো তোমার কালোয়ে
তুমি আলোর দেবী
কূটস্থে কৃষ্ণ তুমি
সহস্রহারে তুমি খোদা
তুমি খ্রিষ্টের যীশু আর
তুমি হিন্দুর রাধা,
মূলাধারে আত্ম কুণ্ডলিনী রূপী
মম আত্মপ্রকৃতির মায়া
চেতনাতে মম সুষুম্নার দ্বার ঝাপী।
ভূজাঞগণা রূপে তোমার সর্বলোক গ্রাস
পঞ্চভূতের শান্তি তুমি
পাপীর মনের ত্রাস।
তুমি ওগো তুমি মাগো,
দেখ চেয়ে আজ ধূলার ধরার পানে
যেথা শান্তি ছেড়ে চলে গেছে,
অধর্ম-হিংসা রণে-বনে
জাগাও চেতনা সবার প্রাণে
জ্বালো প্রেমের আলো
তবে বুঝবো মাগো
তুমি কালোর চেয়ে কালো।।
জীবন হাসে তোমার নামে
বস্ত্রহীনা প্রতিমা,
কেন মা তুমি এমন হলে?
কিসের ক্রোধে অগ্নিরূপা?
তুমি যে নিত্ত সুধাময়ী
অমৃতমই প্রেম স্বরূপআ
প্রলয়ে কালরূপই তুমি
অন্তরের শক্তিরূপে
তুমি বাস করো দিবাযামী
ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে
যখন তোমারে ভাবি,
হাজার আলো তোমার কালোয়ে
তুমি আলোর দেবী
কূটস্থে কৃষ্ণ তুমি
সহস্রহারে তুমি খোদা
তুমি খ্রিষ্টের যীশু আর
তুমি হিন্দুর রাধা,
মূলাধারে আত্ম কুণ্ডলিনী রূপী
মম আত্মপ্রকৃতির মায়া
চেতনাতে মম সুষুম্নার দ্বার ঝাপী।
ভূজাঞগণা রূপে তোমার সর্বলোক গ্রাস
পঞ্চভূতের শান্তি তুমি
পাপীর মনের ত্রাস।
তুমি ওগো তুমি মাগো,
দেখ চেয়ে আজ ধূলার ধরার পানে
যেথা শান্তি ছেড়ে চলে গেছে,
অধর্ম-হিংসা রণে-বনে
জাগাও চেতনা সবার প্রাণে
জ্বালো প্রেমের আলো
তবে বুঝবো মাগো
তুমি কালোর চেয়ে কালো।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২৫/০২/২০১৫ভাল লাগল..................
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৫/০২/২০১৫আসরে প্রথম লেখা। লেখাটি দারুন হয়েছে। আসরে আপনাকে সু-স্বাগতম। চালিয়ে যান।