স্বপ্নে এলে তুমি
স্বপ্নে এলে তুমি
বিধান চন্দ্র ধর
গান শুনিয়ে মন ভরালে
মধুর সুরে গেয়ে,
উঠলো জেগে মনের চক্ষু
তোমার পানে চেয়ে।
মন ভুলানো হাসি তোমার
বাঁকা তোমার নয়ন,
তোমার ছবি ভেসে ওঠে
যখন করি শয়ন।
ঘুমের মাঝে স্বপ্নে এসে
ডাকো বাহু তোলে,
যাই ছুটে যাই তোমার কাছে
সকল কিছু ভুলে।
রাত নিশিতে ঘুম ভেঙে যায়
একলা জেগে থাকি,
দরজাটা ফাঁক করে দেখি
রাত এখনো বাকি।
ছটফট করে সময়টুকু
অতি কষ্টে কাটে,
রাত পোহালে চলছি আমি
একলা এইনা বাটে।
বিধান চন্দ্র ধর
গান শুনিয়ে মন ভরালে
মধুর সুরে গেয়ে,
উঠলো জেগে মনের চক্ষু
তোমার পানে চেয়ে।
মন ভুলানো হাসি তোমার
বাঁকা তোমার নয়ন,
তোমার ছবি ভেসে ওঠে
যখন করি শয়ন।
ঘুমের মাঝে স্বপ্নে এসে
ডাকো বাহু তোলে,
যাই ছুটে যাই তোমার কাছে
সকল কিছু ভুলে।
রাত নিশিতে ঘুম ভেঙে যায়
একলা জেগে থাকি,
দরজাটা ফাঁক করে দেখি
রাত এখনো বাকি।
ছটফট করে সময়টুকু
অতি কষ্টে কাটে,
রাত পোহালে চলছি আমি
একলা এইনা বাটে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১০/০৭/২০২৩অন্তরষ্পর্শী!
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৭/২০২৩ভাল।
-
ফয়জুল মহী ০৭/০৭/২০২৩মনোমুগ্ধকর শব্দের গাঁথুনি