তুমি নাকি তিনি
তুমি নাকি তিনি
বিধান চন্দ্র ধর
বন্ধ করো যুদ্ধ খেলা
এই পৃথিবীর তরে,
যুদ্ধে যুদ্ধে গেছে কতো
অকালে প্রাণ ঝরে।
ক্ষমতা আর স্বার্থের জন্য
কত মানুষ মারলে,
বলতে পারো ফলাফল কি
জিতলে নাকি হারলে?
ধরার বুকে দিয়েছে প্রাণ
মহান সৃষ্টিকর্তা,
তাহার সৃষ্টি করছো ধ্বংস
না শুনে তার বার্তা।
আকাশেতে ঘুড়ি উড়ে
নাটাই থাকে হাতে,
সময়মত ঘুরলে নাটাই
হাতে আসে তাতে।
ভেবে দেখো ক্ষমতাধর
তুমি নাকি তিনি,
হ্যাচকা টানে বিদায় দিবে
মুল ক্ষমতায় যিনি।
বিধান চন্দ্র ধর
বন্ধ করো যুদ্ধ খেলা
এই পৃথিবীর তরে,
যুদ্ধে যুদ্ধে গেছে কতো
অকালে প্রাণ ঝরে।
ক্ষমতা আর স্বার্থের জন্য
কত মানুষ মারলে,
বলতে পারো ফলাফল কি
জিতলে নাকি হারলে?
ধরার বুকে দিয়েছে প্রাণ
মহান সৃষ্টিকর্তা,
তাহার সৃষ্টি করছো ধ্বংস
না শুনে তার বার্তা।
আকাশেতে ঘুড়ি উড়ে
নাটাই থাকে হাতে,
সময়মত ঘুরলে নাটাই
হাতে আসে তাতে।
ভেবে দেখো ক্ষমতাধর
তুমি নাকি তিনি,
হ্যাচকা টানে বিদায় দিবে
মুল ক্ষমতায় যিনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০৫/২০২৩অসাধারণ
-
অভিজিৎ হালদার ০৩/০৩/২০২৩সুন্দর ভাবনার লেখনী।
-
ফয়জুল মহী ০২/০৩/২০২৩বাহ চমৎকার বহিঃপ্রকাশ