www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রক্তে রাঙ্গা পথ

রক্তে রাঙ্গা পথ
বিধান চন্দ্র ধর

ভাইয়ের রক্তে রঞ্জিত পথ
বাংলা ভাষার জন্য,
সারাবিশ্বে ভাইটি আমার
হয়েছে আজ ধন্য ।
ভাষার প্রতি শ্রদ্ধাবোধ তার
নজর কেড়েছিলো,
ভাষার জন্য ভাইটি আমার
অকালে প্রাণ দিলো।
তাহার প্রাণে অর্জিত আজ
মধুর বাংলাভাষা,
এই ভাষাতে শব্দ বুনে
সকল শ্রমিক চাষা ।
এই ভাষাতে কাব্য লিখে
কতো বিখ্যাত জন,
হরণ করে নিলো তারা
কোটি পাঠকের মন ।
তোমার রক্তে বায়ান্নতে
বাংলাভাষা কেনা,
তুমি মোদের করে দিলে
চিরকালের দেনা,
ভাষা শহীদ সকল ভাইদের
শ্রদ্ধায় স্মরণ করি,
তোমাদের মান রাখবো মোরা
সারাজনম ধরি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast