কুটুম বাড়ি
কুটুম বাড়ি
বিধান চন্দ্র ধর
খোকা তুমি ঘুমু এখন
রাত হয়েছে বেশ
কাল যে যাবো কুটুম বাড়ি
ছেড়ে মোদের দেশ।
এই শুনিয়া তবে খোকার
চোখে নাই আর ঘুম
গাড়ি ঘোড়া চড়বে সে যে
মন আনন্দের ধুম।
ভাবতে ভাবতে ক্লান্ত দেহে
ঘুম বাড়িতে যায়
স্বপ্নে সে যে চড়ছে গাড়ি
আরো চড়ছে নায়।
বাবার কোলে বসে খোকা
এদিক সেদিক চায়
জানতে চায় সে বাবার কাছে
দেখতে যাহা পায়।
এমনি করে জানার ছলে
প্রশ্ন বারে বার
আদর করে জবাব দেয় বাপ
সকল প্রশ্ন তার।
পুব আকাশে উঠলো রবি
ভাঙলো খোকার ঘুম
কপালে তার ছাপিয়ে দেয়
ছোট্ট একটা চুম।
বিধান চন্দ্র ধর
খোকা তুমি ঘুমু এখন
রাত হয়েছে বেশ
কাল যে যাবো কুটুম বাড়ি
ছেড়ে মোদের দেশ।
এই শুনিয়া তবে খোকার
চোখে নাই আর ঘুম
গাড়ি ঘোড়া চড়বে সে যে
মন আনন্দের ধুম।
ভাবতে ভাবতে ক্লান্ত দেহে
ঘুম বাড়িতে যায়
স্বপ্নে সে যে চড়ছে গাড়ি
আরো চড়ছে নায়।
বাবার কোলে বসে খোকা
এদিক সেদিক চায়
জানতে চায় সে বাবার কাছে
দেখতে যাহা পায়।
এমনি করে জানার ছলে
প্রশ্ন বারে বার
আদর করে জবাব দেয় বাপ
সকল প্রশ্ন তার।
পুব আকাশে উঠলো রবি
ভাঙলো খোকার ঘুম
কপালে তার ছাপিয়ে দেয়
ছোট্ট একটা চুম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২২/১২/২০২২ভাল
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/১২/২০২২সুন্দর লেখা
-
ফয়েজ উল্লাহ রবি ২২/১২/২০২২বেশ ভালো লেগেছে শুভেচ্ছা শুভ কামনা রইল।
-
শুভজিৎ বিশ্বাস ২২/১২/২০২২শিশু কিশোরদের ছড়া
-
ফয়জুল মহী ২১/১২/২০২২এক কথায়
অসাধারণ লিখেছেন কবি।
খুব ভালো লাগল....