তোমার অবয়ব
তোমার অবয়ব
বিধান চন্দ্র ধর
অনবরত বারিধারা
হৃদয় মাঝে বহে,
তোমার মতো বাবা বলে
কেউ নাতো কহে।
তুমি বিহীন আমার কাছে
শুণ্য যে এই ধরা,
কেমন করে দূর যে করি
সংসার নামের জরা।
তোমার অবয়ব হৃদ মাঝে
ধারণ করে নিয়ে,
ডুব যে দিলাম আমি এখন
সংসার সাগর গিয়ে।
তোমার আশীর্বাদ চাই নিত্য
সকল কর্ম করতে,
শক্ত হাতে পারি যেন
সংসার রশি ধরতে।
প্রার্থনা মোর প্রভুর প্রতি
দিবানিশি করি,
থেকো তুমি অনাকারে
অনন্তকাল ধরি।
বিধান চন্দ্র ধর
অনবরত বারিধারা
হৃদয় মাঝে বহে,
তোমার মতো বাবা বলে
কেউ নাতো কহে।
তুমি বিহীন আমার কাছে
শুণ্য যে এই ধরা,
কেমন করে দূর যে করি
সংসার নামের জরা।
তোমার অবয়ব হৃদ মাঝে
ধারণ করে নিয়ে,
ডুব যে দিলাম আমি এখন
সংসার সাগর গিয়ে।
তোমার আশীর্বাদ চাই নিত্য
সকল কর্ম করতে,
শক্ত হাতে পারি যেন
সংসার রশি ধরতে।
প্রার্থনা মোর প্রভুর প্রতি
দিবানিশি করি,
থেকো তুমি অনাকারে
অনন্তকাল ধরি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ৩১/১০/২০২২তুমিময় আকুতিরা অতি সুসংহত।
-
বোরহানুল ইসলাম লিটন ৩১/১০/২০২২ভীষণই সুন্দর কবিতাটি!
-
ফয়জুল মহী ৩০/১০/২০২২অনন্য, অদ্বিতীয়, লিখনী প্রকাশ।