লহ পুণ্যের কড়ি
লহ পুণ্যের কড়ি
বিধান চন্দ্র ধর
পরাণ পাখি উড়ে গেলে
খাঁচা থাকে শুণ্য,
ভেবে দেখো মানুষ তুমি
করছো কত পুণ্য ।
ভবের তরি পাড় হ-ইতে
লহ পুণ্যের কড়ি,
তা-নাহলে ছাড় দিবেনা
আল্লা যিশু হরি ।
তব পুণ্য করো জমা
সাত্ত্বিক কার্য করে,
তারি সাথে অনাকারে
ডাকো জনম ধরে।
পুণ্যের খাতা খালি হলে
পাপের খাতা ভারী
স্থান হবেনা স্বর্গ তাহার
নরকে স্থান তারই।
প্রভুর কাছে চেয়ে ক্ষমা
পুণ্য করে চলো,
তারই সাথে আল্লা যিশু
হরি হরি বলো ।
বিধান চন্দ্র ধর
পরাণ পাখি উড়ে গেলে
খাঁচা থাকে শুণ্য,
ভেবে দেখো মানুষ তুমি
করছো কত পুণ্য ।
ভবের তরি পাড় হ-ইতে
লহ পুণ্যের কড়ি,
তা-নাহলে ছাড় দিবেনা
আল্লা যিশু হরি ।
তব পুণ্য করো জমা
সাত্ত্বিক কার্য করে,
তারি সাথে অনাকারে
ডাকো জনম ধরে।
পুণ্যের খাতা খালি হলে
পাপের খাতা ভারী
স্থান হবেনা স্বর্গ তাহার
নরকে স্থান তারই।
প্রভুর কাছে চেয়ে ক্ষমা
পুণ্য করে চলো,
তারই সাথে আল্লা যিশু
হরি হরি বলো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৬/১০/২০২২
-
শ.ম. শহীদ ১৫/১০/২০২২অপূর্ব সুন্দর।
-
ফয়জুল মহী ১৪/১০/২০২২অসাধারণ হয়েছে প্রিয়,
একরাশ মুগ্ধতা। -
মধু মঙ্গল সিনহা ১৩/১০/২০২২সুন্দর লেখা।
-
অভিজিৎ হালদার ১৩/১০/২০২২ভালো
চাই পূণ্য
নইলে পরপারের পথ শূন্য!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।