শরতের রুপ
শরতের রুপ
বিধান চন্দ্র ধর
রোজ সকালে দুর্বাঘাসে
শিশির ঝলমল করে
রাত নিশিতে টিনের চালে
জল টপাটপ পড়ে।
কাশ ফুঠেছে নদীর তীরে
পড়লো গায়ে সারা,
দলে দলে আসছে মানুষ
ভরে উঠলো পাড়া ।
সাদা সাদা মেঘ ভেসে যায়
নীলাভ গগন বেয়ে ,
মেঘের সাথে চিল যে উড়ে
চি-চি ধ্বনি গেয়ে ।
রোজ ডাকে বিরহী পাখি,
কোয়াক কোয়াক সুরে,
সঙ্গীর ছোয়া পেতে যে সে
মরে জ্বলে পুড়ে।
শরৎ কালে এমন দিনে
অর্পুব রুপের ধরা,
বর্ষার ধারা গেলো কেটে
কাটলো গ্রীষ্মের খরা ।
বিধান চন্দ্র ধর
রোজ সকালে দুর্বাঘাসে
শিশির ঝলমল করে
রাত নিশিতে টিনের চালে
জল টপাটপ পড়ে।
কাশ ফুঠেছে নদীর তীরে
পড়লো গায়ে সারা,
দলে দলে আসছে মানুষ
ভরে উঠলো পাড়া ।
সাদা সাদা মেঘ ভেসে যায়
নীলাভ গগন বেয়ে ,
মেঘের সাথে চিল যে উড়ে
চি-চি ধ্বনি গেয়ে ।
রোজ ডাকে বিরহী পাখি,
কোয়াক কোয়াক সুরে,
সঙ্গীর ছোয়া পেতে যে সে
মরে জ্বলে পুড়ে।
শরৎ কালে এমন দিনে
অর্পুব রুপের ধরা,
বর্ষার ধারা গেলো কেটে
কাটলো গ্রীষ্মের খরা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১১/১০/২০২২
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৯/২০২২বেশ অনুভূতির প্রকাশ।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ৩০/০৮/২০২২সুন্দর
সুন্দর কাব্য রূপায়নের জন্য অভিনন্দন জানাই। সাথে-
শুভেচ্ছা ও ভালোবাসা।