পদ্মা সেতুর শুভ সূচনা
পদ্মা সেতুর শুভ সূচনা
বিধান চন্দ্র ধর
স্বপ্ন পুরণ হলো আজি
পদ্মা সেতু গড়ে,
অপেক্ষায় যে ছিলাম মোরা
একুশ বছর ধরে।
আমার দেশের আমার টাকায়
সত্যি হলো স্বপ্ন,
শেখ হাসিনা করলো প্রমান
তিনিই দেশের রত্ন।
টাকা হলেই যায়না করা
বুকের সাহস লাগে ,
পদ্মায় জাগালেন সেতু আজ
নিন্দুক ফেলে বাগে।
পঁচিশে জুন পদ্মা সেতুর
শুভ সুচনা হলো,
দখিন বাসির দুখের কাটা
দূরে সরে গেলো ।
বিধান চন্দ্র ধর
স্বপ্ন পুরণ হলো আজি
পদ্মা সেতু গড়ে,
অপেক্ষায় যে ছিলাম মোরা
একুশ বছর ধরে।
আমার দেশের আমার টাকায়
সত্যি হলো স্বপ্ন,
শেখ হাসিনা করলো প্রমান
তিনিই দেশের রত্ন।
টাকা হলেই যায়না করা
বুকের সাহস লাগে ,
পদ্মায় জাগালেন সেতু আজ
নিন্দুক ফেলে বাগে।
পঁচিশে জুন পদ্মা সেতুর
শুভ সুচনা হলো,
দখিন বাসির দুখের কাটা
দূরে সরে গেলো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঈনুল ইসলাম ১৫/০৭/২০২২পদ্মা সেতুর শুভ সূচনা নিয়ে সুন্দর কাব্য!
-
সিবগাতুর রহমান ২৫/০৬/২০২২অনেক সুন্দর হয়েছে
-
এম এম হোসেন ২৫/০৬/২০২২আহা পদ্মাসেতু