বাবার জন্য প্রার্থনা
বাবার জন্য প্রার্থনা
বিধান চন্দ্র ধর
ছুটির দিনে বাসায় বসে
ভাবছি একক মনে,
কভু কি আর দেখা হবে
বাবা তোমার সনে?
তোমার মুখের কথা যে আর
কানে আসে নাকো,
ওপারেতে তুমি বাবা
অনেক ভালো থেকো।
তোমার মতো ডাকেনা কেউ
মিষ্টি মধুর সুরে,
বাবা বলে ডাকতে আমায়
যতই থাকতাম দূরে।
বাড়ি ফিরলে দেখিনাতো
আমার প্রিয় মুখটি,
বিধি আমার কেড়েই নিল
আমার অতি সুখটি।
তবুও বিধি তোমার কাছে
এই নিবেদন করি,
সুখে রেখো মোর বাবাকে
অনন্তকাল ধরি।
বিধান চন্দ্র ধর
ছুটির দিনে বাসায় বসে
ভাবছি একক মনে,
কভু কি আর দেখা হবে
বাবা তোমার সনে?
তোমার মুখের কথা যে আর
কানে আসে নাকো,
ওপারেতে তুমি বাবা
অনেক ভালো থেকো।
তোমার মতো ডাকেনা কেউ
মিষ্টি মধুর সুরে,
বাবা বলে ডাকতে আমায়
যতই থাকতাম দূরে।
বাড়ি ফিরলে দেখিনাতো
আমার প্রিয় মুখটি,
বিধি আমার কেড়েই নিল
আমার অতি সুখটি।
তবুও বিধি তোমার কাছে
এই নিবেদন করি,
সুখে রেখো মোর বাবাকে
অনন্তকাল ধরি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৪/০৪/২০২২বাবার প্রতি অনেক বিনম্র শ্রদ্ধা জানাই
-
Md. Rayhan Kazi ২৩/০৪/২০২২অসাধারণ
-
ফয়জুল মহী ২৩/০৪/২০২২অতি চমৎকার উপস্থাপন ।
সমৃদ্ধ ভাবনার প্রকাশ ।
শুভ কামনা । -
আব্দুর রহমান আনসারী ২২/০৪/২০২২অপূর্ব
-
বিজন বেপারী ২২/০৪/২০২২সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৪/২০২২ভালো।