ফাগুন দুপুর
ফাগুন দুপুর
বিধান চন্দ্র ধর
নীল গগনে চলছে ভেসে
সাদা মেঘের ভেলা
তাহার তলে চিল ঈগলে
করছে দারুণ খেলা।
মেঘ যেন নয় শিমুল তুলা
উড়ে রাশি রাশি,
রাখাল ছেলে ধবল চড়ায়
বাজিয়ে তার বাঁশি।
বালক দলে খেলছে মাঠে
ফাগুন দুপুর বেলা
দূর পাহাড়ের বটের তলে
গো ছাগলের মেলা।
দুপুর রোদে রাখাল বালক
যায় যে বটের তলে
তার সাথে যায় ধবলীরা
ছুটে দলে দলে।
বিধান চন্দ্র ধর
নীল গগনে চলছে ভেসে
সাদা মেঘের ভেলা
তাহার তলে চিল ঈগলে
করছে দারুণ খেলা।
মেঘ যেন নয় শিমুল তুলা
উড়ে রাশি রাশি,
রাখাল ছেলে ধবল চড়ায়
বাজিয়ে তার বাঁশি।
বালক দলে খেলছে মাঠে
ফাগুন দুপুর বেলা
দূর পাহাড়ের বটের তলে
গো ছাগলের মেলা।
দুপুর রোদে রাখাল বালক
যায় যে বটের তলে
তার সাথে যায় ধবলীরা
ছুটে দলে দলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সত্যম কুন্ডু ০৩/০৩/২০২২দারুন হয়েছে
-
আলমগীর সরকার লিটন ০৩/০৩/২০২২বেশ ছন্দময়
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/০৩/২০২২অতুলণীয় চিত্রণ।
-
ফয়জুল মহী ০২/০৩/২০২২অসাধারণ ভাবনার প্রকাশ করেছেন
পড়ে মুগ্ধ হলাম। -
আব্দুর রহমান আনসারী ০২/০৩/২০২২ফাগুন দুপুরের অভিনব বর্ননা