ফাগুন এলো বুঝি
ফাগুন এলো বুঝি
বিধান চন্দ্র ধর
গাছের শাখে বসে কোকিল কুহু কুহু ডাকে ,
শীতের শেষে নৌকাগুলো বাঁধা নদীর বাঁকে।
নদীতে নাই পানি তো আর খেয়া হলো ফাঁকা,
থোক থোকা থোক পানির ছাপ যে যেন ছবি আঁকা ।
শিমুল গাছের শাখে ভরা রক্তিম রাঙা ফুলে,
কৃষ্ণচুঁড়া ফুল যে আবার হাওয়ার তালে দোলে ।
হলুদ গাদা ফুলের মালা খোপায় পরে নারী,
বসন্ত বরণ করতে তারা সকাল ছাড়ে বাড়ি।
প্রকৃতির এই রুপটি আমি সকল সময় খুজি,
রুপ দেখিয়া মনে হয় মোর ফাগুন এলো বুঝি ।
বিধান চন্দ্র ধর
গাছের শাখে বসে কোকিল কুহু কুহু ডাকে ,
শীতের শেষে নৌকাগুলো বাঁধা নদীর বাঁকে।
নদীতে নাই পানি তো আর খেয়া হলো ফাঁকা,
থোক থোকা থোক পানির ছাপ যে যেন ছবি আঁকা ।
শিমুল গাছের শাখে ভরা রক্তিম রাঙা ফুলে,
কৃষ্ণচুঁড়া ফুল যে আবার হাওয়ার তালে দোলে ।
হলুদ গাদা ফুলের মালা খোপায় পরে নারী,
বসন্ত বরণ করতে তারা সকাল ছাড়ে বাড়ি।
প্রকৃতির এই রুপটি আমি সকল সময় খুজি,
রুপ দেখিয়া মনে হয় মোর ফাগুন এলো বুঝি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৭/০৩/২০২২সুন্দর অনূপম
-
অভিজিৎ হালদার ১৮/০২/২০২২Ohh besh
-
ফয়জুল মহী ১৭/০২/২০২২অনেক ভালো লেগেছে
অনেক ভালো লেখা। -
শুভজিৎ বিশ্বাস ১৭/০২/২০২২সুন্দর লেখনী
-
Md. Rayhan Kazi ১৭/০২/২০২২অসাধারণ লেখনী
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৭/০২/২০২২প্রকৃতির সুন্দর কবিতা। ভাল হয়েছে কবি।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০২/২০২২সুন্দর প্রকাশ করেছেন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০২/২০২২দারুণ লেখা।